প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আমিরুল মোমেনীন মানিক
কোনো রকম রাজনৈতিক ও গোষ্ঠীগত অারোপিত পৃষ্ঠপোষকতা ছাড়াই, শুধুমাত্র নিরন্তর পরিশ্রমের কারণে স্বার্থান্ধ রাজধানীতে টিকে গেছেন অামিরুল মোমেনীন মানিক ৷ তাঁর কোনো পলিটিক্যাল উইশ নেই ৷ অাছে সোশাল কমিটমেন্ট ৷ মুক্তিযুদ্ধের মূল চেতনা-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের অাদর্শকে তিনি সবসময় সামনে রাখেন ৷ মানিক, সাংবাদিকতা-সঙ্গীত-সাহিত্যের মধ্য দিয়ে মূল্যবোধসম্পন্ন ও যুক্তিনির্ভর মানব সমাজের স্বপ্ন দেখেন ৷ গণমাধ্যমকর্মী হিসেবে তাঁর ইউনিক দিক হচ্ছে-এক সাথে তিনি মেঠো রিপোর্টিং, জীবনবাদী গান, টক-শো সঞ্চালনা, খবরপাঠ ও গদ্য লেখেন ৷ দেশের ইলেকট্রনিক মিডিয়ায় অামিরুল মোমেনীন মানিককে অাখ্যা দোয়া হয় হয় 'শুদ্ধ উচ্চারণের সংবাদকর্মী' হিসেবে ৷ টিভি সাংবাদিকতায় মানিকের হাতেখড়ি ভারতের এনডিটিভির নির্বাহী প্রযোজক অভিজিৎ দাশুগুপ্তের কাছে ৷ গানের ক্ষেত্রে তিনি ক্ষুদ্র হলেও অালাদা ধারা তৈরী করেছেন ৷ মানিক এর নাম দিয়েছেন-মানুষমুখী গান ৷ অবশ্য প্রচলিত গণমাধ্যম তাঁকে বলে 'ব্যতিক্রমী গানের শিল্পী'৷ অবাক শহরে ও অায় ভোর তাঁর বিপুল অালোচিত এ্যালবাম ৷ ছোটবেলায় কবিতার নামে ছাইপাশ লিখতেন ৷ এখন সচেতনভাবে এটা এড়িয়ে চলেন ৷ সোজাসাপ্টা গদ্য লেখেন ৷ সমাজের অসঙ্গতি চোখে অাঙুল দিয়ে দেখিয়ে দেন ৷ তাঁর লেখা 'বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক' ছিলো বইমেলায় তরুণদের মধ্যে দ্বিতীয় সবোর্চ বিক্রিত বই ৷ কিংবদন্তি নচিকেতার সঙ্গে তাঁর ভিডিও গানের কৃতিত্ব এপার বাংলা ওপার বাংলায় প্রথম ৷ ২০১৬ সালের পহেলা ফেব্রুয়ারীতে টিভি সাংবাদিকতায় মানিকের ১০ বছর পূর্ণ হচ্ছে ৷ এর অাগে স্কুল সময়ের ৫, কলেজ বেলার ২, বিশ্ববিদ্যালয়ের ৫, পেশাগত জীবনের ১০; টোটাল ২২ বছরের লড়াই ৷ অামিরুল মোমেনীন মানিক সাংবাদিকতায় পেয়েছেন সম্মানজনক পুরস্কার 'ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড '৷ শুধুমাত্র অন্তহীন কর্মতৎপরতার কারণে তাঁর কিছু শত্রুও তৈরী হয়েছে ৷ মানিক এদের নাম দিয়েছেন- বেকুব নপুংসক ৷ তবে শুভাকাঙ্ক্ষীরাই তাঁর কাজের মূল প্রেরণা ৷ পেয়েছেন উদীচী ইতিাস প্রতিযোগিতা পুরস্কার, রিপোর্টার্স ইউনিটি লেখক সম্মাননা, সাঁকো এ্যাওয়ার্ড, মৃত্তিকা পদকসহ বেশ কিছু পুরস্কার ৷ প্রফেশনালিজ ও প্র্যাগমাটিজম, তাঁর সারাজীবনের ধ্যান ৷ ২০১৬ সালে অামিরুল মোমেনীন মানিকের মূল শ্লোগান- বাঁচো এবঙ বাঁচাও ৷