প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ড. কাবিল খান (জামিল)
ড. কাবিল খান (জামিল) বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মোবাইল জার্নালিজম নিয়ে লেখা 'মোবাইল জার্নালিজম: সময়ের সাংবাদিকতা' বইটির লেখক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক এবং প্রথম আলোর ডিজিটাল বিভাগের মোবাইল জার্নালিজম বিশেষজ্ঞ ছিলেন। পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া থেকে সাংবাদিকতার উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি এই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগে শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। ২০১১ সালে সুইডেনের উপশালা ইউনিভার্সিটি এবং ২০১৩ সালে ইউনিভার্সিটি অব কোরিয়ায় ভিজিটিং প্রভাষক হিসেবে কাবিল খানের অভিজ্ঞতা রয়েছে। ২০১৯ সালে ব্যাংককে অনুষ্ঠিত ‘মোজো এশিয়া’ শিরোনামে এশিয়ার প্রথম আন্তর্জাতিক মোবাইল জার্নালিজম কনফারেন্সের বক্তা ছিলেন ড. কাবিল। তিনি যুক্তরাজ্যের সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ই-মডারেশন থেকে অনলাইন মডারেশনের একটি কোর্স পাস করেন। বিখ্যাত অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেলিব্রেটিদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। তার গবেষণার বিষয় মূলত নিউ মিডিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন, সাংবাদিকতায় প্রযুক্তির প্রভাব, মোবাইল জার্নালিজম, কনভারজেন্স জার্নালিজম, মূলধারার সংবাদ মাধ্যমের সাথে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া ও নাগরিক সাংবাদিকতার প্রভাব ও গ্রহণযোগ্যতা। মোবাইল জার্নালিজম শেখার অনলাইন প্লাটফর্ম ‘মোবাইল জার্নালিজম কমিউনিটি ইন বাংলাদেশ ’ এর প্রতিষ্ঠাতা কাবিল খান। এখন পর্যন্ত পাঁচ শতাধিক সাংবাদিক ও শিক্ষার্থীদেরকে হাতে-কলমে মোবাইল সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ দিয়েছেন তিনি।