বস্তুত ছড়া আধুনিক কোনো শিল্প নয়। আধুনিকতাও চিরস্থায়ী কোনো প্রপঞ্চ নয়। স্পেনে মুসলিম শাসনের অভিঘাত ইউরোপীয় মধ্যযুগের চোখ ফোটালো। দুর্গম সমুদ্র অভিযাত্রা। ইতালিতে রেনেসাঁস। অ্যানলাইটেনমেন্ট। জার্মানিতে মার্টিন লুথারের প্রটেসস্ট্যান্ট ধর্ম আন্দোলন। ইংল্যান্ডে চার্টার অব ম্যাগনাকার্টা। ফ্রান্স রেভিউলেশন। ইংল্যান্ডের শিল্পবিপ্লব। এডাম স্মিথের 'প্রিন্সিপাল অব ওয়েলথ' এর প্রকাশ। হেগেলের ডাইলেক্ট, শিষ্য মার্কস কর্তৃক তার অভিমুখ পাল্টানো। এই হলো গৌরবময় আধুনিকতা। ইসাবেলা কর্তৃক সূচিত সমুদ্র অভিযান আর শিল্পবিপ্লবজাত অতি উৎপাদনের বাজার সন্ধানে এই আধুনিকতাই সভ্যতার ঘাড়ে চাপিয়ে দেয় দীর্ঘ ঔপনিবেশিক শাসনের জোয়াল। আধুনিকতার দুটো মহাআখ্যান (গ্র্যান্ড ম্যাটানেরেটিভ) লিবার্তে, ইকুইতে আরা ফেদার্তের ফরাসি বিপ্লব আর হেগেলের ডাইলেক্ট- নিকম্মা আর নিস্ফলা হয়ে মুখ থুবড়ে পড়ে পরপর দুটো মহাধ্বংসযজ্ঞে। এই ধ্বংসযজ্ঞের একটি প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪-১৯১৮), আরেকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯-১৯৪৫)। বলদর্পী আধুনিক মানুষের অসহায়ত্ব প্রবল হয়ে উঠলো। মৃত্যু আর ক্ষুধায় কঁকিয়ে উঠলো সভ্য (!) ইউরোপ। এসময়ই মানুষের মনোজগতে ক্রমেই আধুনিকতা বিরোধী মনোভাব ঠাঁই নিতে থাকলো। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে উত্তরআধুনিক ভাবধারা পরিপক্ক হতে শুরু করে, তথাপি আমি নিজে বিশ্বাস করি প্রথম বিশ্বযুদ্ধের পরপরই জাতিপুঞ্জ গঠনের ব্যর্থ প্রয়াসের মধ্য দিয়েই উত্তরআধুনিক ভাবনার উন্মেষ ঘটে। যা পরবর্তী বিচ্ছিন্ন, বিশ্লিষ্ট, আত্মগর্বী আধুনিক মানুষকে বাধ্য করে জাতিসংঘ
জগলুল হায়দার। জন্ম তারিখ ও স্থান : ৮ অক্টোবর ১৯৬৫, শুক্রবার। জামালপুরের দেওয়ানগঞ্জে। বেড়ে উঠেছেন : ঢাকা, নরসিংদী, গাজীপুর ও সেকেন্ড হোম ভৈরব শহরে। মা : জাহানারা বেগম। বাবা : মুক্তিযোদ্ধা প্রকৌশলী জি. কে. এম. আব্দুল লতিফ। প্রথম স্কুল : দাদার প্রতিষ্ঠিত বড়খাল সরকারি প্রাইমারি স্কুল। পরিবার : স্ত্রী ও দুই ছেলেমেয়ে। প্রথম বই : চুম্বক (অণুকাব্য), ১৯৯৩। প্রথম ছড়ার বই : বাংলার মুখ বাংলার মিথ, ২০০৩। প্রকাশিত বই : ৬০টি। লেখালেখির অন্য ক্ষেত্র : কবিতা, রম্য, প্রবন্ধ, গল্প, নাটক ও গান। অন্য পরিচিতি : বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। সংগঠন : পরিচালক, বাংলাদেশ ছড়া একাডেমি। সম্পাদক, ম্যাজিক লণ্ঠন। প্রধান সমন্বয়ক, শিল্পঘর। পরিচালক, ভিশন থিয়েটার। পুরস্কার : রেবতী বর্মণ সম্মাননা স্মারক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদক, পদক্ষেপ সাহিত্য পুরস্কার, শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার।