"কষ্টিপাথরের বুদ্ধমুর্তি রহস্য" বইয়ের ফ্ল্যাপের লেখা: নিউজ পেপারে বিজ্ঞাপন দেখেই চমকে উঠল প্রলয়। বাংলা আর ইংরেজি দুটো কাগজেই। রাজস্থানের হীরাপুর রাজ্যের সযত্ন রক্ষিত আর্ট গ্যালারি থেকে দৃষ্টিনন্দন কষ্টিপাথরের বুদ্ধমূর্তিটি কেউ বা কারা চুরি করে নিয়ে গেছে। ইতালীয় ভাস্কর জিওভানির অক্লান্ত পরিশ্রমে সৃষ্টি এই বুদ্ধমূর্তিটি বিশ্বের এক চোখধাঁধানাে সৌন্দর্য। বলাবাহুল্য এর পিছনে নিশ্চয় মূর্তি-স্মাগলারদের হাত রয়েছে। প্রায় তখনই অবসরপ্রাপ্ত সি. আই. ডি ইন্সপেক্টর | রাজীব সান্যালের সঙ্গে যােগাযােগ করল প্রলয়। শুরু হল সৌন্দর্যময় কষ্টি পাথরের বুদ্ধমূর্তিটি উদ্ধারের অভিযান। কলকাতা থেকেই দুই গােয়েন্দা এসে পৌছল প্রথমে জয়পুর, তারপর সেখান থেকে হীরাপুর। কিন্তু নাহ। হীরাপুরের মহারাজা তাদের জন্য আশ্রয় এবং পরিবহণের ব্যবস্থা দিতে চাইলেও গােয়েন্দা প্রলয় তাতে রাজি নয়। তাহলে যে রহস্যভেদী দুই গােয়েন্দার পরিচয় আগেই ফাস হয়ে যাবে। মহারাজা অবশ্য কাগজে ঘােষণা করেছেন, যে এই বুদ্ধমূর্তি উদ্ধার কিংবা তার সূত্রের হদিশ দিতে পারবে তিনি তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবেন। | হীরাপুর থেকে দুই গােয়েন্দা এসে পৌছল মরু অঞ্চলে, জয়সলমীরে। সেখানেই পাসপাের্ট আর কাস্টমসের আধিকারিকদের সহায়তা কাজে লাগল। বমালসুদ্ধ একবার বর্ডার পেরােলেই পাকিস্তানের মাটি। কিন্তু শেষপর্যন্ত প্রলয় কুমার আর প্রাক্তন সি. আই. ডি ইন্সপেক্টর কি সফল হয়েছিল বিশ্বনন্দিত মূর্তি উদ্ধারে ? প্রতিটি পাতায় উৎকণ্ঠা আর শিহরন। বর্ডার সিকিওরিটি ফোর্সের গুলি...
Debol Debborma ভন্ম ওড়িশার ঝাড়সুগদায় মাতামহের বাসস্থলে। পিতা চণ্ডীচরণ চট্টোপাধ্যায়ের ছিল বদলির চাকরি। সেই সুবাদে শৈশব-কৈশাের কেটেছে দূর মফঃস্বলের স্থান থেকে স্থানান্তরে। মেদিনীপুরের পাঁচটি স্কুলে ক্লাস নাইন পর্যন্ত পড়া। সালকিয়া অ্যাংলাে-সংস্কৃতি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন। বেলুড় ও বাঁকুড়ায় আই. এস-সি.। বাঁকুড়া ক্রিশ্চান কলেজ থেকে স্নাতক। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। কর্মজীবনের সূচনায় স্কুল-মাস্টারি। মফঃস্বল এবং কলকাতার স্কুলে। মাস কয়েক এ. জি. বেঙ্গলের চাকরি। তারপর ড. বি. সি. এস. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাণিজ্যকর আধিকারিক সহকারী কমিশনার হওয়ার পর অবসর। বর্তমান নিবাস সল্ট লেকে। কলেজ জীবন থেকেই সাহিত্যরচনায় ঝোক। প্রবাসী আয়ােজিত এক গল্প। প্রতিযােগিতায় জীবনের প্রথম বড়দের গল্প। সেই গল্পে বিশেষ পুরস্কারের সম্মান। এরপর থেকে নিয়মিত লেখালেখি। প্রথম অজিত চট্টোপাধ্যায় এই স্বনামে, পরে দেবল দেববর্মা ছদ্মনামে। প্রকাশিত গ্রন্থ প্রায় ৬০ এর অধিক। বেতারে-দূরদর্শনে একাধিক কাহিনির সম্প্রচার, নাটক সিরিয়াল রূপে। পছন্দ দূরভ্রমণ, সবুজ রঙ।