সেই দৃশ্যটির কথা যাহা বলিতেছিলাম-বুলু ভাই বদনা সমেত উদয় হইয়া ম্যাচ-সিগারেটের চিন্তায় মাথা কুটিতেছেন দেখিয়া এবং অত্যাসন্ন ইভেন্টটির উত্তেজনায় "আমার কাছে আছে" বলিয়া স্বীকার করিয়া ফেলিয়াছি... See more
TK. 299 TK. 257 You Save TK. 42 (14%)
কমিয়ে দেখুন
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষনীয় সব অফার!
বাংলাদেশে এই প্রথম "অনলাইন বাণিজ্য মেলা" ১ লক্ষাধিক পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! সাথে BOGO, 100+ Bundle, ফ্রি শিপিং সহ আকর্ষনীয় সব অফার!
সেই দৃশ্যটির কথা যাহা বলিতেছিলাম-বুলু ভাই বদনা সমেত উদয় হইয়া ম্যাচ-সিগারেটের চিন্তায় মাথা কুটিতেছেন দেখিয়া এবং অত্যাসন্ন ইভেন্টটির উত্তেজনায় "আমার কাছে আছে" বলিয়া স্বীকার করিয়া ফেলিয়াছিলাম। “তুই ছিগেরেট ধইর্যালছছ"! টাইপের এক পলক বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করিয়া মুহূর্তেই তিনি হাতে তুড়ি বাজাইয়া “হরিপ্পা! কাম অইয়্যা গেছেগ্যা” বলিয়া তাহার চেহারায় আনন্দের আভা খেলিয়া বেড়াইতে লাগিল। কোনো কাজে বুলু ভাইয়ের ঐকান্তিক আন্তরিকতা এবং একনিষ্ঠতা ছিল একটি লক্ষ করিবার মতো বিষয়। লিখিতে গেলে আমার যেমন আদালত অবমাননা, ধর্ম অবমাননা, রাষ্ট্র অবমাননাসহ আরও নানা রকম অবমাননা, মুণ্ডুপাত এবং জেল খাটিবার ভয়ে ভীতসন্ত্রস্ত থাকিতে হয়, বুলু ভাইকে তেমন মজা করিতে, কাহাকেও ভয় দেখাইতে কিংবা অন্য কোনো কাজে ন্যায় শাস্ত্র, আইন শাস্ত্র বা ধর্ম শাস্ত্রের ধার ধারিতে বড় একটা দেখা যাইত না।
সৃষ্টির বিপুল বৈচিত্রময়তায় ঠাসা মানব চরিত্র! এমনি এক ব্যতিক্রমী অবয়বে, বিচিত্র খেয়ালের, বৈচিত্র বিলাসী “আমাদের বুলু ভাই”। কাট খোট্টা আকার আয়তনের এ মানুষটির হৃদয় জুড়ে মহানুভবতা ও সীমাহীন মহত্ত্বের প্রস্রবণ। অপরের আপদে-বিপদে, যাতনা-যন্ত্রণায়, যে কারো ব্যথা-বেদনায় নিঃস্বার্থ ভাবে ঝাঁপিয়ে পরায় তাঁর কোন জুরি নেই। আবার মজা করার বেলায় যে কাউকে নাজেহাল করতে ধর্ম, নীতি-রীতি, ন্যায় শাস্ত্রের কোন বালাই কিংবা পরোয়া তাঁর ছিল না। কখনো কেঁদে উঠতেন কুকুরের কান্না-কাতরতায়, কখনো মেতে উঠতেন স্বীয় কর্ম সুচারুতায়, আবার কখনোবা পক্ষীকূলে উৎপাত অথবা অকাতরে নিধন সাধনে ব্যতি ব্যস্ত থাকতেন। তবে কোন কিছু কেন যেন তাঁর উপর প্রভাব ভেলতে পারেনা। লোভ বিন্দু, মোহ শূন্য। লাভ খতির খতিয়ানের খাতা কখনোই তিনি বগলদাবা করে ফিরেন না। বড়লোক বাবার সয় সম্পদের হিসেবও তিনি রাখেন না। যেন নিজের কিছুই নাই, আবার কিছুরই যেন অভাবও নাই। সকলেই তাঁকে ভালোবাসে, কাছে পেলে হাসে আমোদে। তিনিও ছুটে যান সবারই কাছে। কিন্তু কোথায় তিনি ছুটে ছিলেন, কোথায় তিনি উঠেছিলেন, তারই কোন ঠিক ঠিকানা থাকেনা সঠিক। আসলে তিনি শুধুই আমাদের বুলু ভাই! এমন একটা অন্য রকম চরিত্রের ভেতর মনের অবগাহন হোক না হয় খানিক ক্ষণ, চারপাশের জটিলয়তা হাঁপিয়ে উঠা প্রাণ কিছুটা সময় না হয় খুঁজেই নিক অন্য আরেক বিচিত্র স্বচ্ছ অনুভূতি!