"আসল বাড়ির খোঁজে : হাত বাড়ালেই জান্নাত" বইয়ের ফ্ল্যাপের লেখা: যে আল্লাহর সাথে সাক্ষাতের ভয় রাখে, তার জন্যে রয়েছে দুটি বাগান। সবুজ গাছগাছালিতে ভরা। আরও রয়েছে দুটি বয়ে চলা ঝর্ণা। দু'ধরনের ফল। কাঁটা ছাড়া বড়ই গাছ। কাদি ভরা কদলী গাছ। লম্বা লম্বা ছায়া। সারাক্ষণ বয়ে চলা মধু, মদ আর দুধের নালা। সবুজ গাছগাছালিতে ভরা বাগানের মাঝখানে রয়েছে সুরম্য প্রাসাদ। প্রাসাদের ভেতরে সােনা লাগানাে চেয়ার। উঁচু উঁচু খাট। মােটা রেশমের আস্তরের ফরাশ। নরম সেই ফরাশে বসা থাকবে টানা। চোখের হুরেরা যাদের আগে কোনাে মানুষ বা জিন ছোঁয়নি। তারা যেনাে প্রবাল ও পদ্মরাগ, তাঁবুতে সুরক্ষিত, সুরক্ষিত মুক্তাসদৃশ্য, সুরক্ষিত হলুদাভ ডিম্ব, তাঁরা। হবে সুশীলা, সুন্দরী, সােহাগীনী ও কুমারী । প্রিয়পাঠক! ‘হাত বাড়ালেই জান্নাত’ বইটি মােমিনের আসল বাড়ি জান্নাতের এমনই হৃদয়ঝরানাে সব বর্ণনা। দীর্ঘ ছ’বছর হাদিস-তাফসিরের কিতাব ঘেটে ঘেটে জমা করা হয়েছে। যেনাে পড়ার সাথে সাথে হারিয়ে যায় কল্পনার জগতে আর তা পাওয়ার জন্যে দুর্গম গিরিপথও পার হবার সাহস জমে যায় পাঠকের ক্ষুদ্র বুকে! বইটি প্রতিটি মােমিনের হাতে থাকলে। আমরা আশাবাদি পরকালের সফরে সফল হবেন আপনি-ইনশাআল্লাহ!