“রাজা ইদিপাস" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ এথেন্সের নাগরিক সােফোক্লিসের বর্ণাঢ্য জীবন খ্রিষ্টপূর্ব পঞ্চম শতাব্দীজুড়ে বিস্তৃত । গ্রিক সভ্যতায় রাজনৈতিকভাবে ঘটনাবহুল এই পঞ্চম শতাব্দীতেই থিয়েটার পৌছায় বিকাশের স্বর্ণালি শিখরে । এই শতাব্দীতে সােফোক্লিস ছাড়াও আইসকিলস এবং ইউরিপিদেস রচিত অসাধারণ ট্র্যাজেডি গ্রিসের নাট্যমঞ্চকে আলােড়িত করেছে প্রত্যেক বসন্তে। সুগঠিত শারীরিক গড়ন, ক্রীড়া নৈপুণ্য আর সংগীত প্রতিভার অধিকারী সােফোক্লিস কৈশাের জীবনেই এথেন্সের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ হয়ে ওঠেন। পরিণত বয়সে প্রশাসন এবং সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন । এথেন্সের রাজনৈতিক ও সামরিক অঙ্গনের ক্ষমতাবান এই এলিট নব্বই বছরের কর্মময় ও ঘটনাবহুল জীবনে একশ পঁচিশটি নাটক লিখেছেন বলে অনুমান করা হয়। এর মধ্যে প্রায় পূর্ণাঙ্গ অবস্থায় টিকে আছে মাত্র সাতটি ট্র্যাজেডি: আইয়াস, আন্তিগােনি, ট্রাকিনাইয়ের নারীকুল, ইদিপাস তিরানুস, এলেকা, ফিলােকতেসে এবং ইদিপাস এপি কোলােনই- যার সব কটিই পশ্চিমা সাহিত্যের প্রাতিষ্ঠানিক কাঠামাের গুরুত্বপূর্ণ উপাদান; প্রায় প্রতিটিই অনূদিত হয়েছে অধিকাংশ প্রধান ভাষায়; মঞ্চস্থ হয়েছে বহু শহরে- বিবিধ অ্যাডাপটেশনে। সােফোক্লিস তার নাটকে ক্ষমতা ও কামনা, ধর্ম ও পরকালভাবনা, পৌরাণিক ঐতিহ্য, পরিবার ও গােত্রস্বার্থ, কর্তব্যবােধ, দেশপ্রেম, যুদ্ধমানবসভ্যতার এইসব মৌলিক বিষয়গুলােকে পর্যবেক্ষণ করেছেন গভীর দৃষ্টিশক্তি দিয়ে। তাঁর নাট্যসৃষ্টি হেলেনিক গ্রিক সমাজের ধারাভাষ্য হিসেবে ছিল শৈল্পিক, কিন্তু নির্মোহ । আড়াই হাজার বছর পর আজকের সভ্যতায়ও তা সমান প্রাসঙ্গিক।