‘তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা’ বইটির ভূমিকাঃ ১৯৭৫ সালে ঢাকা ক্যান্টনমেন্টে সংগঠিত হয়েছিল তিন তিনটি সেনা-অভ্যুত্থান। তিনটি অভ্যুত্থানই যুগান্তকারী ঘটনা, শতাব্দীর অন্যতম ঐতিহাসিক ঘটনা, যেগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামরিক পরিমণ্ডলে ঘটে ব্যাপক ইত্থান-পতন। এমন কি সরকার পরিবর্তনের মতো অবিশ্বাস্য ঘটনাও ঘটে যায়। ১৫ আগষ্ট, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর অভ্যুত্থানগুলোর উপর আমার লেখার সুবিধা হলো, ঐ সময় সৌভাগ্যক্রমে আমি ঢাকার স্টেশন কমান্ডার হিসেবে অত্যন্ত কাছ থেকে ঐতিহাসিক অভ্যুত্থানগুলো প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছিল। এছাড়া অভ্যুত্থানের প্রধান নায়কদের প্রায় সবার সাথে ছিল আমার ঘনিষ্ঠ পরিচয় ও সরাসরি জানাশোনা। ২৫ মে ১৯৯৩ লে. কর্ণেল (অব.) এম.এ.হামিদ পিএসসি।
‘মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড’ ফ্ল্যাপ বঙ্গবন্ধু হত্যাকান্ডে সিআই এর সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে ঘটনার ঠিক পরপরই। যুক্তরাষ্ট্র সরকার বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে এসছে। ভারতে জরুরি অবস্থার কড়াকড়ির মধ্যেও মিডিয়ার একটি অংশ বাংলাদেশে-অভ্যুত্থানে সিআইএর জড়িত থাকার অভিযোগ তোলে। কংগ্রেস নেতারাও এর সঙ্গে সুর মেলান। এ নিয়ে ওয়াশিংটন-দিল্লি সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। তেল আবিব থেকে দিল্লিতে ছুটে আসেন মর্কিন সিনেটর টমাস ইগলটন। ইন্দিরা গান্ধী তখন তাঁকে বললেন, সিআইএর জড়িত থাকার কথা তিনি বিশ্বাস করেন না। এদিকে মস্কো ঢাকায় সিপিবি নেতাদের বার্তা পৌছে দেয় যে কেজিবির খবর হলো বাংলাদেশ-অভ্যুত্থানে সিআইএ জড়িত নয়। মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ এ বিষয়ে অনুসন্ধানে নামেন। এ পর্যন্ত তিনিই একমাত্র সাংবাদিক, যিনি সুনির্দিষ্টভাবে ১৯৭৫-এর ঘটনায় মার্কন-সংশ্লিষ্টতার যথার্থতা দাবি করেছেন। তবে তাঁর অনুসন্ধান ছিল প্রধানত দায়িত্বশীল সূত্র-নির্ভর। মুজিব হত্যাকাণ্ডের তিন যুগের বেশি সময় পর এই গ্রন্থেই প্রথমবারের মতো এ ঘটনায় মার্কিন-সংশ্লিষ্ট্রেতার বিষয়টি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অবমুক্ত করা দলিলের আলোকে খাতিয়ে দেখার চেষ্টা করা হলো। এই বইয়ে এমন সব তথ্য রয়েছে, যা পাঠককে শুধু চমকেই দেবে না, অধিকতর কৌতূহলীও করে তুলবে।
সূচি পত্র ভূমিকা ইতিহাসের পর্দা সরছে মুজিবকে উৎখাত করতে ফারুক মার্কিন সহায়তা চান মোশতাককে স্বীকৃতি দিয়ে কিসিঞ্জার ধন্য মুজিবকে সতর্ক করার দাবি ভারতীয় হস্তক্ষেপের আশঙ্কা পাকিস্তানি প্রয়াস মার্কিন দূতাবাসে রাজনৈতিক আশ্রয় ভারতীয় পত্রপত্রিকায় সিআইএ মোশতাক সরকারের স্বীকৃতির সংকট সোভিয়েত ও কেজিবির ভূমিকা মার্কিন হেলিকপ্টারের আশায় মোশতাক সিআইএর মুজিব-মূল্যায়ন পূর্বযোগাযোগ ও জর্জ গ্রিফিন আরও জানা বাকি পরিশিষ্ট১: শেখ মুজিব সম্পর্কে সিডনি সোবারের সাক্ষাৎকার পরিশিষ্ট২: ডেভিস ইউজিন বোস্টারের বার্তাগুলো পরিশিষ্ট৩: সৈয়দ ফারুক রহমানের সাক্ষাৎকার পরিশিষ্ট৪: লরেন্স লিফশুলজের সাক্ষাৎকার পরিশিষ্ট৫: মুজিব-কিসিঞ্জার সংলাপ পরিশিষ্ট৬: ১৫ আগস্ট : পেছন ফিরে দেখা নির্ঘন্ট গ্রন্থপুঞ্জি
"হু কিলড মুজিব" উপমহাদেশে সর্বাধিক আলোচিত ও তত্ত্ব বহুল বই হু কিল্ড মুজিব। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পূর্বাপর ঘটনা বিশেষ করে কেন শেখ মুজিবকে খুন করা হলো এ বিষয়ে সর্বাধিক তত্ত্ব বহুল বই হু কিল্ড মুজিব। বইটির লেখক প্রবীন সাংবাদিক এ.এল. খতিব তৎকালীণ সিনিয়র রাজনীতিকদের খুবই কাছের লোক ছিলেন। ১৫ই আগস্টের পর দিল্লীতে যখন নিবাস ছিল আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছোট বোন শেখ রেহানা এবং জয় ও পুতুলের সেখানেও আগমণ ঘটতো লেখকের। খুব সম্ভবত এই বইটির জন্যই খুন হয়েছিলেন এ.এল. খতিব।
Title
রক্তাক্ত অধ্যায় ১৯৭৫: শেখ মুজিবুর রহমানের হত্যা নিয়ে রচিত ১১টি বইয়ের কালেকশন
জন্ম ১৯২৭ সালে বর্তমান জামালপুর জেলার নান্দিনায়। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক। পাকিস্তান সেনাবাহিনীতে যােগ দেন ১৯৪৮ সালে । উচ্চতর প্রশিক্ষণ নেন ক্যাম্বারলির বিখ্যাত ব্রিটিশ স্টাফ কলেজে। পাকিস্তান সেনাবাহিনীতে নানা পদে কৃতিত্বের পরিচয় দেন। ১৯৭১ সালে রাওয়ালপিণ্ডিতে আর্মি সদর দপ্তরে কর্মরত থাকাকালীন প্রথমে তাকে দাপ্তরিক কাজ থেকে সরিয়ে রাখা হয়, পরে আটক করা হয় বন্দীশিবিরে। ১৯৭৩ সালের ডিসেম্বরে দেশে ফিরে এলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে বিডিআর (বর্তমান বিজিপি)-এর মহাপরিচালক নিযুক্ত করেন। তিনি এ দায়িত্ব পালন করেন ১৯৭৫ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত। পাকিস্তানে বন্দীজীবনের অভিজ্ঞতা নিয়ে লেখা তাঁর পূর্বাপর ১৯৭১ : পাকিস্তানি সেনা-গহ্বর থেকে দেখা বইটি ২০০৯ সালে প্রকাশিত হয় । ২০০৯ সালের ২০ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
Roktakto Oddhyay 1975 : Sheikh Mujibur Rahmaner Hottya Niye Rochito 12ti Boyer Collection(রক্তাক্ত অধ্যায় ১৯৭৫: শেখ মুজিবুর রহমানের হত্যা নিয়ে রচিত ১২টি বইয়ের কালেকশন )-(রকমারি কালেকশন) By মে. জে. মুহাম্মদ খলিলুর রহমান কার্টে যুক্ত হয়েছে