এ গ্রন্থে সংকলিত রচনাগুলাে ইতােমধ্যে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। লেখক বিগত ৪০ বৎসর উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তির বিষয়বস্তু ছাড়াও বহুবিস্তৃত সাধারণ গ্রামীণ মানুষের জীবনযাত্রা, তাদের উন্নয়নভাবনা নিয়ে বিভিন্ন সময়ে গদ্য রচনা করেছেন। পাশাপাশি বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির সংগ্রহ, সংরক্ষণ ও গুরুত্ব সম্বন্ধে যেন সবাই সচেতন এবং যত্নবান হতে পারেন, সেসবের প্রচেষ্টাও আছে এসব রচনায়। বাংলাদেশ মূলত একটি মানবিক দেশের নাম; যা আমাদের কাছে অনাবিষ্কৃত । ইতিহাস পর্যালােচনা করলেই তার প্রমাণ পাওয়া যায়। স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় যা সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। বঙ্গবন্ধুর সুযােগ্য উত্তরসূরি শেখ হাসিনার মানবিক মনােভাব, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর নিষ্ঠা, একাগ্রতা, সংগ্রাম ও ত্যাগ-তিতিক্ষা তাঁকে একইসঙ্গে নিজ দেশে ও বিশ্বব্যাপী করে তুলেছে অনন্য এক নেতা। আধুনিক বাংলাদেশ গঠনে তার ভূমিকা অনস্বীকার্য। বৃহৎ জনগােষ্ঠীর উন্নয়ন কামনাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। স্পষ্টভাষী এই নেতা অর্জন করেছেন দেশের মানুষের হৃদয়ছোঁয়া ভালােবাসা আর বিদেশ থেকে পেয়েছেন বিপুল সম্মান ও উপাধি । ‘শেখ হাসিনার উন্নয়ন দর্শন ও মানবিক বাংলাদেশ’ গ্রন্থটির প্রবন্ধসমূহে তুলে ধরা হয়েছে একজন মানবতাবাদী, দেশপ্রেমিক ও মানবিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন ও ভাবনাগুলাের পর্যালােচনা; যা এ দেশের মানুষের কাছে শেখ হাসিনার কল্যাণমুখী কর্মধারাকে স্পষ্ট করেছে। সােনার বাংলাদেশ গড়ে তােলার যে অভিযাত্রা, তা এই গ্রন্থের আলােকে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।