ঘটনার সংক্ষিপ্ত বিবরণ : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স। পরীক্ষা শেষ করার সাথে সাথেই একটি মাল্টিন্যাশনাল কোম্পানীতে যােগদান করা একজন মেধাবী, স্মার্ট, রুচিশীল ও চৌকস যুবক হিমেলের সাথে আকস্মিক ভাবে পরিচয় ঘটে সদ্য এইচ এস সি পাশ করা নব যৌবন প্রাপ্ত আকর্ষণীয় মেয়ে কান্তার। সেখান থেকেই দুজনের মধ্যে গভীর প্রেম, কাউকে না জানিয়ে গােপনে বিয়ে করা, কান্তার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, লুকিয়ে লুকিয়ে দুবছর সংসার পাতা এবং প্রচন্ড রােমান্টিক তার মধ্যে সময় অতিবাহিত করা। একদিন হঠাৎ বিষয়টি কান্তার মায়ের। নিকট ধরা পড়ায় কান্তার ওপর চরম অত্যাচার শুরু এবং হিমেলকে ত্যাগ করার জন্য কান্তার ওপর অব্যাহতভাবে চাপ প্রয়ােগ। ঘটনার পারিপার্শ্বিকতায় এক সময় দুজনের মধ্যে ভুল বােঝাবুঝির সূত্রপাত। এমন এক টালমাটাল সময়ে। হিমেলের জীবনে তার প্রথম ভাললাগার পাত্রী নিতির আকষ্মিক আগমন, পূর্বের প্রেমময় স্মৃতি নাড়া দিয়ে ওঠা, নতুনভাবে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠা, কান্তার। সঙ্গে বিচ্ছেদ। পরিশেষে, উভয় পরিবারের সম্মতির প্রেক্ষিতে নিতি ও হিমেলের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ানাে- এ সব মিলে অন্যরকম এক ভালােসার উপন্যাস ‘রঙ বদল।