“বিক্রয় শিল্প এবং বিক্রয় শিল্পী" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ যেহেতু প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্ত্বপূর্ণ উদ্দেশ্য বিক্রয়, উপার্জন এবং সর্বোপরী আর্থিকভাবে টিকে থাকা আর সে কারণে সর্বদা কার্যকর এবং দক্ষ বিপণনকারী বা বিক্রয় পেশাদারদের সন্ধান করাই প্রতিষ্ঠানের লক্ষ্য। মূলত এই বইখানা বিপণন ও বিক্রয় পেশাদারদের ক্যারিয়ার বিকাশের উদ্দেশ্যে এবং তাদের বিপণন ও বিক্রয় ক্রিয়াকলাপের বাস্তবজীবনের চ্যালেঞ্জগুলির মােকাবেলায় সহায়তা করার উদ্দেশ্যে লিখা হয়েছে। বইখানার মাধ্যমে পাঠকরা পুরাে বিপণন ও বিক্রয় ভূমিকা মাত্রার সামগ্রিক দৃষ্টিভঙ্গি পাবেন, যা পাঠকদের পছন্দসই কর্মজীবনে উন্নতি ও সাফল্য পেতে সহায়তা করবে। বইটি বিক্রয় পেশাদারদের বিকাশের উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে যাতে করে বিক্রয় শিল্পী এবং বিক্রয় ব্যবস্থাপনার সাথে জড়িত সকলে তাদের বিক্রয় এবং ব্যবস্থাপনায় এবং সর্বোপরি বিক্রয় বিপণনের বাস্তবক্ষেত্রে মুখােমুখি বাধাগুলির উপর প্রতিযােগীতামূলক সুবিধা অর্জন করতে পারে। যেহেতু ব্যক্তিগত বা স্বকীয় বা সরাসরি বিক্রয় এবং বিপণনের ক্ষেত্রে যােগাযােগ একটি গুরুত্বপূর্ণ অংশ সেহেতু প্রতিষ্ঠানগুলােকে দক্ষ বিক্রয় প্রতিনিধি অর্থাৎ পেশাদার ও অভিজ্ঞ ব্যক্তিত্ব খোঁজ করতে হয়। কিন্তু মনােত্তীর্ণ জনশক্তির অভাব থাকায় তা সর্বদা সম্ভব হয় না। আশা করা যায় এই বই পাঠে বিক্রয় বা বিপণন পেশার সাথে সম্পৃক্ত পেশাদারগণ নিজের কাঙ্খিত মানে উন্নীত করতে সক্ষম হবেন। পাশাপাশি উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট পেশাদারদের দক্ষতা বিকাশে সহায়কগ্রন্থ হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস, বিপণন এবং বিক্রয়ের ক্ষেত্রে বর্তমান বাজারে সচেতন গ্রাহকদের নিয়ন্ত্রকের ভূমিকা পালনােযােগী পেশাদার বিক্রয়শিল্পী এবং বিপণন ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার কৌশল এ বইয়ের প্রধান উপজীব্য। লেখকের ২১ বছরের অভিজ্ঞতা বিক্রয় এবং বিপণন পেশার উচ্চতা ও দীনতা, সংশয় ও সম্ভাবনার বাস্তবচিত্র পাঠককের চিন্তার ক্ষেত্রকে আরাে প্রসারিত করার সুযােগ এনে দেবে।