নদীর মতন বৈচিত্র্যময় মানব জীবনের বাকে বাকে নানানরকম ঘাত-প্রতিঘাত। যার ধরনধারন হিসেব করা বড়ই দুরূহ ব্যাপার। কোথাও জীবন সদা চঞ্চল হরিণীর মতন। কোথাও খাঁচায় বন্দী পাখি। কোথাওবা স্বপ্ন-সুখে ভরা যেন আকাশ ভরা তাঁরা। কোথাও হঠাৎ পথ হারিয়ে দারুণ দিশেহারা। "চতুর্ভুজ" চারটি সমকালীন গল্পের সমাহার। "আজ তুষির জ্বর" - তুষি, ছোট্ট এক বালিকা। যার বিশেষত্ব সে সব জানে, সব।আর এই সবজান্তা স্বভাবের কারনেই তাকে পরতে হয় রোমাঞ্চকর ও ভয়ানক অভিজ্ঞতার মধ্যে। "ডানাকাটা পরি"-হ্যা, পরিই বটে। অসম্ভব সুন্দরী মেয়ে। নামে পরি হলেও এই নিষ্ঠুর পৃথিবীর আঘাতে আঘাতে তার জীবন করেছে বিভীষিকাময়। " একটি নীলমগ এবং ভালোবাসা" -হাজারো মানুষের ভীড়ে ভীষণ একা লিটু। তার জীবনে আসে এক রুপকথার রানি। যে পরম ভালোবাসা আর বন্ধুত্বে আপন করে নেয় লিটুকে। দূর করে দেয় তার সকল একাকিত্ব। কিন্তু মহাবিশ্বের নির্মম শৃঙ্খলের কারনে তারা এক হতে পারে না। "ছেলেটি বাদাম ছিলিত মেয়েটি বাদাম গিলিত"-কবির, একজন স্বপ্নবাজ নাটক নির্মাতা। যার ব্যক্তিজীবনের ভালোবাসা ও কর্মজীবন উভয়ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক মানসিকতার সাথে সফল হবার বাসনা। সেই আশার ঘরে হঠাৎ উভয়মুখী ঝড়ের আঘাত সবকিছু তছনছ করে দেয়। অজস্র জীবনের সংখ্যাতীত অভিজ্ঞতা কোনো গল্পেই যেন সম্পূর্ণতা পায় না। তারপরেও চতুর্ভুজে'র চারটি কোনে চারটি ভিন্নধর্মী গল্পের মাধ্যমে আসলে এই জীবন গঙ্গার অসীমতাকেই একত্রিত করার আন্তরিক প্রচেষ্টা।
জন্ম ২ জুন ১৯৮৪ খ্রিষ্টাব্দ, ফরিদপুর জেলার বিলমামুদপুর গ্রামে নানা বাড়ি। ফরিদপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি ইয়াসিন কলেজ, ফরিদপুর থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। বর্তমানে আমেরিকা প্রবাসী। নিউ ইয়র্কে বসবাসরত বাঙালিদের মধ্যে তরুন উদ্যোক্তা ও সমাজকর্মী, সাংবাদিক ও কলামিস্ট হিসেবে তার যথেষ্ট পরিচিতি রয়েছে। পেশায় ব্যাবসায়ী হলেও বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ থেকেই সাহিত্য চর্চা শুরু। নিউইয়র্কে লায়ন্স ক্লাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে বাংলা সাহিত্যের বিশ্বায়নে কাজ করে যাচ্ছেন।