লুৎফুরের ছড়াযাত্রায় 'খোকা যখন জাতির পিতা' ভয়ংকর একটা দুঃসময় পেরিয়ে এসেছি আমরা। সেই সময়টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান্র নামটা পর্যন্ত উচ্চারণ করা যেতো না! ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর ভয়াবহ একটা গুমোট পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো সারাদেশে। সেই পৈশাচিক হত্যাকাণ্ড এতোটাই নৃশংস ছিলো যে হতবিহবল বিমূঢ় মানুষের পক্ষে স্বাভাবিক শোক প্রকাশও ছিলো তখন রীতিমতো দুঃসাহসিক পদক্ষেপ। ঘাতক সেনানিয়ন্ত্রিত সরকারের দুঃশাসন এবং পরবর্তীতে সামরিক শাসকের মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডে সৃষ্টি হয়েছিলো নৈরাশ্যের দমবন্ধ এক গুমোট পরিস্থিতির। সামরিক শাসকের লিখিত ও অলিখিত ভীতি আর বাধ্য-বাধকতার ভেতরে আমরা পার করছিলাম এক পাথারচাপা সময়। মানুষের ভেতরের জমাট বাঁধা ক্ষোভ-ঘৃণা আর প্রতিরোধের নিভু নিভু চেতনাকে উসকে দিতে তখন প্রয়োজন ছিলো এক বা একাধিক বাঁশিওয়ালার। যিনি বা যাঁরা বাঁশিতে সম্মোহনী সুর তুলে পাথরচাপা সময়ের আগলটিকে ভেঙে দেবেন। রাজনীতিবিদরা যখন প্রলোভনে কাতর হয়ে আপসের মখমলে নিদ্রামগ্ন তখন বিপন্ন ও বিষণ্ন জাতির সামনে আশা আর স্বপ্নের প্রদীপ হাতে এগিয়ে এসেছিলেন কতিপয় দুঃসাহসী কবি-ছড়াকার-লেখক-সংস্কৃতিকর্মী। পাথরচাপা সেই অন্ধকার সময়ে বঙ্গবন্ধুপ্রেমী সেই সাহসী যোদ্ধাদের স্মরণ করতে হবে গভীর শ্রদ্ধায়। মুজিববর্ষের উৎসবের ডামাডোলে আমরা যেনো প্রতিকূল সময়ের যাত্রীদের কথা ভুলে না যাই। দুঃসময়ে, শেখ মুজিবকে ইতিহাস থেকে মুছে ফেলার ভয়ংকর সময়ে, ইতিহাস বিকৃতির অন্ধকার সময়ের দুঃসাহসী ছড়াকারদের উত্তরাধিকার বহন করে বর্তমানের তরুণ ছড়াকার-কবিরাও তাঁদের 'মুজিব প্রেমের' নিদর্শন বা ডালা নিয়ে হাজির হচ্ছেন পাঠকের সামনে। ছড়াকার লুৎফুর রহমান তেমনই একজন সহযোদ্ধা, আমাদের। একজন প্রতিশ্রুতিশীল ছড়াকার হিশেবে লুৎফুর আমার বিশেষ প্রীতিভাজন। জন্ম সিলেটে কিন্তু বসবাস আমিরাতে। এ পর্যন্ত ১২টি বই প্রকাশিত হয়েছে তার। আমার সঙ্গে ওর সম্পর্কটা প্রীতির। ওর ছড়া প্রচেষ্টা দীর্ঘদিনেরই বলা চলে। ছড়াকার হিশেবে লুৎফুর খুবই দায়িত্বশীল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে আপসহীন। বঙ্গবন্ধুর একনিষ্ঠ ভক্ত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে বিষয় করে লেখা লুৎফুরের ছোটদের উপযোগী একগুচ্ছ ছড়ার সংকলন 'খোকা যখন জাতির পিতা'। এই বইয়ের ছড়াগুলো আমি পাঠ করেছি বিপুল আগ্রহ নিয়ে। আমি আনন্দিত যে লুৎফরের ছড়াযাত্রায় নতুন এক মাত্রা যুক্ত হয়েছে। ইতিহাসের প্রতি তার দায়বদ্ধতা আমাকে মুগ্ধ করেছে অতীতেও। আগামীতে এই ধারা অব্যহত থাকলে আমাদের ছড়ার ভুবনে লুৎফুরের আসন আরো সুদৃঢ় হবে। এবার মুজিব বর্ষে শেখ মুজিব বিষয়ে বিপুল সংখ্যক গ্রন্থ রচিত ও প্রকাশিত হবে। সেই তালিকায় ছড়াকার লুৎফুরের বইটি একটি প্রয়োজনীয় সংযোজন হিশেবে বিবেচিত হবে। মুজিব বর্ষের ক্ষণ গণনার এই মাহেন্দ্রক্ষণে ছড়াবন্ধু লুৎফুর রহমান রচিত 'খোকা যখন জাতির পিতা' শীর্ষক অনবদ্য ছড়াগ্রন্থটির জন্যে লুৎফুরকে অভিবাদন। লুৎফুরের ছড়াযাত্রা সুন্দর ও সফল হোক। লুৎফর রহমান রিটন