মুক্তিযুদ্ধের চেতনা-স্নাত ইতিহাস ও সমাজের প্রতি, বিশেষভাবে পরবর্তী প্রজন্মের প্রতি গভীর মমতা নিয়ে বেশ-কিছু বই প্রকাশিত হয়েছে। গণহত্যা নিয়ে আজিজুল পারভেজের বই ‘একাত্তরের গণহত্যা রাজধানী থেকে বিয়ানীবাজার’ অনুপ্রাণিত করেছে দেশাত্মবোধে উজ্জীবিত তরুণ লেখক লুৎফর রহমানকে। বয়সে তরুণ হলেও চিন্তার মধ্যে প্রাজ্ঞতার ছাপ স্পষ্ট। তিনি চিন্তা করেছেন মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন যেসব মহাত্মা তাঁদের জীবনের বৃত্তন্তি, মুক্তিযুদ্ধে তাঁদের অবদান, এবং শহীদ হওয়ার সেই কাহিনি তিনি সহজ-সরল ভাষায়, ছড়ার আঙ্গিকে, ছোটদের জন্যে লিখে রাখবেন, যাতে এই প্রজন্ম মুক্তিযুদ্ধের মৌলিক সত্যে সঙ্গে পরিচিত হয়ে, প্রভাবিত হয়ে, যোগ্য দেশ প্রেমিক নাগরিক হয়ে এ দেশকে গড়ে তুলবার যোগ্য হয়ে বেড়ে ওঠে। তাঁর এ মহৎ প্রয়াস কেবল চিন্তার অনবয়ব সত্তায় বায়বীয় হয়ে থাকেনি, তিনি তাকে বাস্তবায়িতও করেছেন নিজের ইতিহাসবোধ, আন্তরিকতা, মেধা ও শৈল্পিক যোগ্যতা দিয়ে। তাই লুৎফর রহমানের এই প্রয়াস ‘লাল-সবুজের ছড়া’ সব ধরনের পাঠকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। অন্তত আমার প্রত্যাশা তা-ই। বিয়ানীবাজারের যেসব মৃত্যুঞ্জয় সন্তান আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সকল শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধার প্রতিই শ্রদ্ধা নিবেদন করলে।