১৮৮৭ সালের ২৫শে মে হাওড়া থেকে বিশাল এক জাহাজ তীর্থযাত্রীদের নিয়ে রওনা হয় পুরীর দিকে ৷ কিন্তু প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ে জাহাজডুবি হয়, মৃত্যু হয় সাড়ে সাতশো মানুষের, যাদের অধিকাংশই দেশি মহিলা ৷ মর্মান্তিক ঘটনাটি হারিয়ে যায় কালের গর্ভে৷ সাক্ষী শুধু জগন্নাথ ঘাটের এক বিবর্ণ ফলক৷… এই সেই উনবিংশ শতক, যখন নবজাগরণের আলোয় উদ্ভাসিত বঙ্গদেশ ৷ আবির্ভূত হচ্ছেন জ্যোতিষ্করা ৷ কাদম্বিনী গঙ্গোপাধ্যায় মেয়েদের অধিকারের জন্য লড়াই করছেন… নবাব ওয়াজেদ আলী শাহ্ মেটিয়াবুরুজে একটুকরো লক্ষ্নৌ গড়ে তুলছেন ! আবার এই সময়েই হাজার হাজার অসহায় প্রান্তিক মানুষ চালান হয়ে যাচ্ছে ল্যাটিন আমেরিকার নানা দেশে ! বিস্তীর্ণ ক্যানভাসে রচিত উপন্যাস ‘নারাচ’ ছড়িয়ে আছে এই বর্ণময় সময়ের পটভূমিতে ৷ লেখকের টানটান কলমের মুন্সিয়ানায় উঠে আসে অত্যুজ্জ্বল আলোর ঠিক নীচে অন্ধকারে পড়ে থাকা বঞ্চিত অভাগা মানুষরা, যাদের কথা কেউ বলে না৷ কৃষ্ণসুন্দর, ভুবনমণির মতো আরও কিছু প্রান্তজনের আজীবন লড়াই-ই এই কাহিনির প্রাণবায়ু ! ‘নারাচ’ ঘটনার ঘনঘটায় আলোড়িত এক সুবিশাল উপন্যাস, যার শুরু থেকে শেষ পর্যন্ত অন্তঃসলিলার মতো বয়ে চলেছে মানবতার জয়গান ৷
এই ২৭ বছর বয়সেই তিনি বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক। এর মধ্যেই পুরস্কৃত হয়েছেন বাংলাদেশ, রাজ্য সরকারের তরফে। পেয়েছেন ‘বুক ফার্ম সেরা সাহিত্য সম্মান ২০১৮, Literary Star of Bengal Award, ২০১৮। দেবারতি মুখোপাধ্যায় আদতে ডানকুনির মেয়ে। সরকারী কলেজ থেকে পাশ করেন ইঞ্জিনিয়ারিং, তারপর ফিন্যান্সে MBA। প্রথমে কিছুদিন আমেরিকান আইটি কোম্পানিতে চাকরি করেন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে। তারপর একে একে পেয়েছেন দশের কাছাকাছি সরকারী চাকরি। চারবছর রাস্ট্রায়ত্ব ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন। সম্প্রতি রাজ্য সরকারে জয়েন করেছেন WBCS Officer হিসেবে। ২০১৬ সালের শেষদিকে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘ঈশ্বর যখন বন্দী’। প্রকাশের সঙ্গে সঙ্গে তা বাংলা সাহিত্যে সৃষ্টি করে আলোড়ন। একবছরের মাথায় শেষ হয় চারটি মুদ্রণ। রাজ্য সরকারের তরফে মালদা জেলাপরিষদ তাঁর ‘বাবা’ গল্পটিকে ‘বছরের সেরা ছোটগল্প ২০১৬’ সম্মাননায় ভূষিত করে। এরপর প্রকাশিত হয় একে একে উপন্যাস ‘নরক সংকেত’, গল্প সংকলন ‘ঝিঁঝিঁ পোকার মালা’, গল্প সংকলন ’১৫ ফোঁটা বৃষ্টিতে।’ প্রতিটিই সাদরে গৃহীত হয় পাঠকমহলে। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বৈজ্ঞানিক থ্রিলার উপন্যাস ‘নরক সংকেত’ প্রকাশের মাত্র পাঁচ মাসের মাথায় ৫০০০ কপি নিঃশেষিত হয়ে জিতে নেয় ‘২০১৭ এর সর্বাধিক বিক্রিত থ্রিলার’ এর তকমা। একে একে প্রকাশিত হয় ‘থ্রি’, ‘প্রহেলিকা’র মত আরো কিছু সংকলন। দেবারতি মুখোপাধ্যায়ের লেখার বৈশিষ্ট্য হল অভিনব প্লটের সঙ্গে পড়াশুনোসমৃদ্ধ টানটান লেখনী, যা নজর কেড়েছে বাংলা সাহিত্যমহলের, সমালোচকবৃন্দের। বাংলা বাজারের এই মন্দার সময়েও তাঁর পাঠকসংখ্যা রীতিমত ঈর্ষণীয়। অতিনব্য যুগের যে তরুণী সারাদিন মগ্ন মোবাইলে, তিনিই বইমেলায় ছোটেন দেবারতির বই কিনতে। এমনই ঝকঝকে মুগ্ধতা তাঁর লেখায়। রাজ্যসরকারী গুরুত্বপূর্ণ আমলার পদ সামলে তিনি সমান্তরালে লিখে চলেছেন নবকল্লোল, শুকতারার মত পত্রিকাতেও। তাঁর আসন্ন উপন্যাস ‘অঘোরে ঘুমিয়ে শিব’ এর ট্রেলার ইতিমধ্যেই দেখেছেন প্রায় লক্ষাধিক মানুষ। ফেসবুকে তাঁর অনুরাগীর সংখ্যা লক্ষ ছুঁইছুঁই। সেখানেও তিনি নিয়মিত লেখেন তথ্যসমৃদ্ধ থ্রিলার, অদ্ভুত সমস্ত সিরিজ। তাঁর ছোটগল্প নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্রও।