বদলে যাচ্ছে দিন, মানুষের জীবন যাত্রা, গ্রামের মানুষ ক্রমেই শহরমুখী হচ্ছে। শহরে স্থায়ীভাবে বসবাসের কল্যাণে শহুরে মানুষের কাছে গ্রামের চিরায়ত ঐতিহ্য এখন অতীত স্মৃতি। মানুষের দিনযাপনের রীতি যেমন বদলে যাচ্ছে। তেমনি বদলে যাচ্ছে তা প্রাচীন ব্যবহারিক দ্রব্যাদি, কৃষি উপকরণ আচার-অনুষ্ঠান ইত্যাদি। যা এক সময় গ্রামের মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় হিসেবে গণ্য ছিল। বিজ্ঞানের উন্নতির পাশাপাশি মানুষের মনের ভালোবাসা মমত্ববোধ কমে গেছে। তাই তো প্রত্যাখ্যান করতে পেরেছে বহু দিনের পুরনো ঐতিহ্যকে। যুগ পরিবর্তন ও আমাদের বিস্মৃতি প্রবণতার দরুন গৌরবোজ্জ্বল লোকজ শিল্প ঐতিহ্য-সংস্কৃতি বিলুপ্তির পথে। প্রাকৃতিক সৌন্দর্যের ধারক চলনবিলের গ্রামগুলো থেকে ক্রমশ এক এক করে পুরনো অনেক চিরচেনা ঐতিহ্য আজ হারিয়ে গেছে বা অনেকগুলো হারানোর পথে। আজকের প্রজন্ম এসবের নামও শোনেনি। আমাদের অযত্ন অবহেলায় চিরতরে হারাতে বসেছি হাজার বছরের আবহমান সমাজ জীবনে পরিচিত অনন্য নিদর্শন, লোকায়িত ঐতিহ্য। তাই অনেক কারিগর টিকতে না পেরে আবার পেশা পরিবর্তন করে অন্য পেশায় জীবিকা নির্বাহ করতে বাধ্য হচ্ছে। পৃথিবী তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এটাই স্বাভাবিক। সময়ের চাহিদা, প্রযুক্তির ব্যবহারে আর নগরায়ণের প্রভাবে ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য। কালেভদ্রে কিছু কিছু ঐতিহ্য দৃষ্টিগোচর হলেও তাতে আর কেউ পুলকিত বোধ করে না। শিকড়ের সঙ্গে বন্ধন ছাড়া কোনো গাছ বা লতা-পাতা যেমন বাঁচতে পারে না, তেমনি নিজস্ব ঐতিহ্য-সংস্কৃতির বুনিয়াদ ছাড়া কোনো জাতিও উন্নতি অর্জন করতে পারে না। আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে গ্রামীণ জীবনযাপনের চিত্র, বদলে যাচ্ছে বসবাসের জায়গা, বসার জায়গা, পোশাক-আশাক, যোগাযোগ ও যানবাহন ব্যবস্থা। তাই নতুনদের দৃষ্টিতে নতুনত্ব খেলা করে, পুরনো হারিয়ে যায়।