মহান দার্শনিক কবি আল্লামা মুহাম্মদ ইকবাল বিশ্বময় আলোচিত কবিদের অন্যতম। একাধারে সমাজ, সাহিত্য, রাজনীতি ও ধর্মীয় অঙ্গনে প্রভাব বিস্তারকারী হিসেবে কাব্যজগতে তাঁর ভূমিকা অনবদ্য; এমনকি একক বললেও বিন্দুমাত্র অত্যুক্তি হবে না। কাব্যসাহিত্যের শৈল্পিক দৃষ্টিকোণ বিচারে তিনি অসাধারণ; কিন্তু কাব্যে চিন্তা, দর্শন, সমাজসংকট, মানবজীবনের গতিপথকে প্রভাবিত করার ক্ষেত্রে তিনি উপমাহীন প্রায়। তাই ইকবালকে শুধু কবি হিসেবে মূল্যায়ন করলে তাকে কিঞ্চিৎ চেনা হবে মাত্র; কারণ, তিনি বহুমাত্রিক অবস্থানে স্বমহিমায় দীপ্তিমান।... বাংলাভাষায় ইকবালচর্চার ঐতিহ্য সমৃদ্ধ। কিন্তু নানাবিধ কারণে বিগত দশক জুড়ে একটি অচলায়তন তৈরি হয়েছে এক্ষেত্রে; যেন চলছে নীরব শৈত্যপ্রবাহ। ‘আল্লামা ইকবাল : মননে সমুজ্জ্বল’ সংকলনটি ইকবাল-চর্চার নিষ্প্রাণ শৈত্যে বসন্তের পরশ দেওয়ার ক্ষুদ্র কিন্তু জরুরি প্রয়াস। বাংলাভাষায় আল্লামা ইকবালকে নিয়ে যত বই, স্মরণিকা, সংকলন হয়েছে-- আমরা আপ্রাণ চেষ্টা করে প্রায় সবগুলো সংগ্রহ করেছি। সেই প্রকাশনাগুলোর সারসংক্ষেপ বলা যায় এ সংকলনটিকে। তাই এ সংকলনকে মৌলিক কোনো প্রচেষ্টা বলাটা হবে বাতুলতা। এটি বাগান নয়; বরং বহু বাগান থেকে সংগৃহিত ফুলের মালা। আমাদের উদ্যোগ, পরিকল্পনা ও পরিশ্রম এ সংকলনে আছে, তবে তা কঠোর পরিশ্রম আর পরম মমতায় বাগান তৈরির মালিসদৃশ কৃতিত্ব নয়; বরং মালাগাঁথুনির বিনি সুতোর বিন্যাসের তৃপ্তি।... আমাদের প্রত্যাশা, ‘আল্লামা ইকবাল : মননে সমুজ্জ্বল’ ইকবালচর্চার পথচলায় একটি উল্লেখযোগ্য সংকলনের মর্যাদা পাবে-- মৌলিকত্বে না হলেও বিন্যাস ও ব্যঞ্জনায়। ইকবাল প্রসঙ্গে এ যাবৎ বাংলায় প্রকাশিত শ্রেষ্ঠ লেখাগুলোয় সন্নিবেশ করার চেষ্টা করেছি আমরা। তারপরও কলেবরের স্থূলতার কারণে কিছু গুরুত্বপূর্ণ লেখাও বাদ দিতে হয়েছে। তবে সান্ত্বনা এই-- যা যা বাদ দিতে হয়েছে, তার চেয়ে যা তুলে এনেছি তা কোনো দিক দিয়েই কম গুরুত্বপূর্ণ নয়।...
মুহাম্মাদ আবু সুফিয়ানের স্থায়ী ঠিকানা চট্টগ্রামের লোহাগাড়ায়। পেশায় পাণ্ডুলিপি সম্পাদক। সম্পাদিত বইয়ের সংখ্যা ত্রিশোর্ধ্ব। নিজের প্রকাশিত বইয়ের সংখ্যা দুই— ১. দশ পাঞ্জেরি, ২. আল্লামা ইকবাল : মননে সমুজ্জ্বল (সংকলন)। অ্যাকাডেমিক শিক্ষা শেষ করেছেন ২০১৭ সালে। হিফজুল কুরআন ও মাদরাসা শিক্ষার পাঠ নিয়েছেন যথাক্রমে গারাংগিয়া আলিয়া, তা’মীরুল মিল্লাত ঢাকা ও দারুল উলুম আলীয়া চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে করেছেন ইসলামিক স্টাডিজে অনার্স-মাস্টার্স।