জাতির পিতা বঙ্গবন্ধুর চিন্তাদর্শন ও কর্মচেতনা নতুনভাবে উপলব্ধির সুযোগ এনে দিয়েছে তাঁর জন্মশতবর্ষ। এ উপলক্ষ্যেই প্রণীত হয়েছে মিনার মনসুর-এর ‘বঙ্গবন্ধু কেন দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন’ শিরোনামের গ্রন্থটি। কবি মিনার মনসুর বাংলাদেশে পচাঁত্তর-পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখার লড়াকু সংগ্রামী, যিনি বঙ্গবন্ধু হত্যাকা--পরবর্তী প্রথম প্রতিবাদী সংকলন-গ্রন্থ’ ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ সম্পাদনা করে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। বৈরী ও বিরূপ পরিস্থি’তিতে প্রকাশিত সংকলন-গ্রন্থটি তখন বিদ্রোহ-বিপ্লবে দেশজুড়ে সাড়া জাগিয়েছিল। মিনার মনসুরের শিল্পপ্রীতি ও আদর্শ-অবিচল চিত্তের পরিচয় মেলে শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ও হাসান হাফিজুর রহমান বিষয়ক গবেষণাকর্ম থেকে। অসাম্প্রদায়িক ভাবাদর্শ, গণতন্ত্র ও মুক্তবুদ্ধির চেতনা তাঁকে উজ্জীবিত করেছে সমাজলগ্ন ও বাঙালি জাতীয়তাবাদী চিন্তার অংশী হতে। গ্রন্থের মূলাংশে মোটা দাগে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের এক স্ব”ছ ও সাবলীল চিত্র এঁকেছেন তিনি এবং একই সঙ্গে উঠে এসেছে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার অবিরাম লড়াইয়ের ইতিবৃত্ত। দ্বিতীয়াংশে স্মৃতিচারণ ও মূল্যায়নধর্মী রচনাসমূহ অভিন্ন সুরেরই ঐকতান। ঋজু গদ্যভাষা, নির্মল চিন্তাধারা মিনার মনসুরের স্বকীয় ভাষারীতিরই পরিচয়বহ। বঙ্গবন্ধুকে অনুভব করার নানা বোধ ও বিবেচনার তথ্য ও বয়ানে আকীর্ণ এই গ্রন্থের তাৎপর্য তাই অমিয় ও অপরিমেয়।
মিনার মনসুরের লেখালেখির শুরু সত্তরের দ্বিতীয়ার্ধে। মূলত কবি। জন্ম ২০ জুলাই ১৯৬০ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে কৃতিত্বের সঙ্গে বিএ (সম্মান) এবং এমএ পাস করেছেন যথাক্রমে ১৯৮৩ ও ১৯৮৪ সালে। বর্তমানে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত। প্রকাশিত গ্রন্থ কবিতা: ‘এই অবরুদ্ধ মানচিত্রে’ (১৯৮৩); ‘অনন্তের দিনরাত্রি’ (১৯৮৬); ‘অবিনশ্বর মানুষ’ (১৯৮৯); ‘আমার আকাশ’ (১৯৯১); ‘জলের অতিথি’ (১৯৯৪); ‘কবিতাসংগ্রহ’ (২০০১) এবং ‘মা এখন থেমে যাওয়া নদী’ (২০১২); ‘মিনার মনসুরের দ্রোহের কবিতা’ (২০১৩)। ছড়া: ‘হেলাফেলার ছড়া’ (১৯৮৯)। গবেষণা: ‘হাসান হাফিজুর রহমান: বিমুখ প্রান্তরে নিঃসঙ্গ বাতিঘর’, (বাংলা একাডেমী, ১৯৯৯) এবং ‘ধীরেন্দ্রনাথ দত্ত: জীবন ও কর্ম’, (বাংলা একাডেমী, ২০১২)। প্রবন্ধ: ‘শোষণমুক্তির লড়াইয়ে মধ্যবিত্তের ভূমিকা’, (১৯৮৭) এবং ‘কবি ও কবিতার সংগ্রাম’ (২০১৩)। জীবনী: ‘ধীরেন্দ্রনাথ দত্ত’, (বাংলা একাডেমী, ১৯৯৭)। সম্পাদিত গ্রন্থ ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ (প্রথম প্রকাশ: ১৯৭৯)। ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মারকগ্রন্থ’ (১৯৯৪); ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের আত্মকথা’ (১৯৯৫); ‘মুক্তিযুদ্ধের উপেক্ষিত বীর যোদ্ধারা’ (২০০৮) এবং ‘বাংলাদেশের সমাজ, রাজনীতি ও উন্নয়ন: বিশিষ্টজনের ভাবনা’ (২০১০)।