আপনি যা হতে চাও, নিজেকে সেইরকমভাবে ভাবতে শিখুন। জেনে রাখুন, আপনার লক্ষ্যে পৌঁছানোর মত শক্তি আপনি অর্জন করতে পারবেই। এরপর সহজ পদক্ষেপে এগিয়ে যান, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য। একথা বলেছেন বেন সাইটল্যান্ড। বেন সাইটল্যান্ড, আপনার জীবনে কি কি লক্ষ্যবস্তু থাকতে পারে, সে বিষয়েও কিছু পরামর্শ দিয়েছেন। বস্তুগত দিকের কথা বলতে গেলে, একটি নতুন বাড়ী, সুন্দর সুন্দর আসবাব, নতুন গাড়ী, প্রচুর পোশাক-আশাক এবং আর্থিক নিরাপত্তা। শারীরিক দিক দিয়ে সুস্থ থাকা, স্মরণশক্তির প্রখরতা, অভ্যাসের দাসত্ব না করা, বিশ্রাম উপভোগ করা, মনে শান্তি পাওয়া ইত্যাদি ইত্যাদি। এছাড়া বাইরের জীবনে আপনার যে স্বপ্নগুলি, যেমন, সকলের শ্রদ্ধার পাত্র হওয়া, নেতৃত্ব অর্জন করা, সম্মান-জনক বৃত্তি এবং পরিবারের সকলের শ্রদ্ধা ও ভালোবাসা ইত্যাদি অর্জন করা। এগুলির সাথে আমরা একটি লক্ষ্যবস্তু যোগ করছি, সেটি হচ্ছে আত্মিক উৎকর্ষ সাধনের লক্ষ্য। ঈশ্বরের সাথে ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টি করার, অন্তরের অন্তঃস্থলে শান্তি পাবার আশ্বাস, অপরাধবোধ, ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্তি। দৃঢ় আত্মবিশ্বাস, সন্তান ও বন্ধুদের কাছে উৎকর্ষের দৃষ্টান্তস্বরপ হওয়ার আনন্দ। আপনার জীবনটা এখন কোন পথে চলছে? আপনি কি আপনার উদ্দেশ্য স্থির করতে পেরেছেন? তাহলে আর বিলম্ব না করে শীঘœ অগ্রসর হন। নিজের জন্যে একটি মহৎ উদ্দেশ্য বেছে নিলে আপনি নিশ্চয় সফলতার মুখ দেখবেন।
ডেল ব্রাকেনরিডজ কার্নেগী, এক দরিদ্র কৃষক পরিবারে ২৪ নভেম্বর, ১৮৮৮ সালে জন্ম নেওয়া এই আমেরিকান লেখক তাঁর আত্ম-উন্নয়নমূলক প্রশিক্ষণ পদ্ধতি ও বইয়ের পাতায় আজও বিশ্বব্যাপী জনপ্রিয় এক নাম। সেলফ-ইম্প্রুভমেন্ট, সেলসম্যানশিপ, করপোরেট ট্রেনিং, পাবলিক স্পিকিং, ও ইন্টার পার্সোনাল স্কিল এর মতো দারুণ সব প্রশিক্ষণের উদ্ভাবন ও এসব বিষয়ে লেখা ডেল কার্নেগী এর বই সমূহ আশার আলো দেখিয়েছে অসংখ্য হতাশাচ্ছন্ন মানুষকে। মিসৌরিতে দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেওয়ার দরূণ বালক বয়স থেকেই কাজ করেছেন ক্ষেতখামারে। এর মাঝেও ওয়ারেন্সবার্গের সেন্ট্রাল মিশৌরি স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা চালিয়ে গিয়েছেন। কলেজ শেষে জীবিকার তাগিদে বেকন, সাবান এবং লার্ড (শূকরের চর্বি মিশ্রিত করা) তৈরির কাজও করতে হয় আর্মর অ্যান্ড কোম্পানির জন্য। ফার্মের প্রধান হিসেবে অনেক সাফল্য লাভ ও ৫০০ ইউএস ডলার সঞ্চয়ের পর ১৯১১ সালে বহুদিনের লালিত স্বপ্ন অধ্যাপক হওয়ার জন্য বিক্রয় সেবার কাজটি ত্যাগ করেন তিনি। কিছু ব্যর্থতার অভিজ্ঞতা ঝুলিতে নিয়ে যখন ওয়াইএমসিএ- এর ১২৫ নম্বরে বাস করতে শুরু করেন, তখনই পাবলিক স্পিকিং এর ধারণাটি মাথায় খেলা করে কার্নেগীর। সেই সময় মোট লভ্যাংশের ৮০% শতাংশের বিনিময়ে ওয়াইএমসিএ এর পরিচালকের কাছে শিক্ষা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। এভাবেই ১৯১২ সাল থেকে কার্নেগী কোর্সের যাত্রা শুরু হয়। পুরো আমেরিকাবাসীর কাছে ধীরে ধীরে আত্মবিশ্বাস বৃদ্ধির পথ হয়ে উঠে তার পদ্ধতি। ডেল কার্নেগী এর বই সমগ্র এর মধ্যে ‘হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স’ বইটিকে তার সেরা অবদান হিসেবে ধরা হয়। প্রথম প্রকাশের মাত্র কয়েক মাসের মধ্যেই যার ১৭তম মুদ্রণও প্রকাশ করতে হয়েছিলো। ডেল কার্নেগী এর লেখাগুলো বিশ্বজুড়ে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং এখনও হচ্ছে। ‘বিক্রয় ও জনসংযোগ প্রতিনিধি হবেন কীভাবে’, ‘বন্ধুত্ব ও সম্পদ লাভের কৌশল’, ‘বড় যদি হতে চাও’, ‘ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ’ এমন নানা নামের অনূদিত ডেল কার্নেগী বাংলা বই অনুপ্রেরণা যোগাচ্ছে বাংলাভাষী পাঠকদেরও। ডেল কার্নেগী শ্রেষ্ঠ রচনাসমগ্র এর মধ্যে আরও আছে ‘দ্য বায়োগ্রাফি অব আব্রাহাম লিংকন’, ‘ফাইভ মিনিট বায়োগ্রাফিস’ এবং ‘বিশ্বায়নের পটভূমি’। ১ নভেম্বর, ১৯৫৫ সালে আমেরিকান এই অধ্যাপক মৃত্যুবরণ করেন।