👉👉বইয়ের কিছু কথা- ‘শব্দ’ আমার প্রথম ছোট গল্প সমগ্র। এই গল্প সমগ্রে আমি একের পর এক শব্দ সাজিয়ে একই অনুভূতির ভিন্ন ভিন্ন গল্প উপস্থাপন না করে চেষ্টা করেছি বিভিন্ন অনুভূতির বিভিন্ন ঘরনার গল্পকে একই মলাটে বন্দি করার।সেসব গল্পের চরিত্ররা খুব পরিচিত যেন আমাদের মধ্যেকার কেউ। সমাজ সংসারের দাঁড়িপাল্লায় যেসব অনুভূতিকে মাপা যায় না, যেসব ঘটনা ধামাচাপা পড়ে যায় ভালো থাকার মুখোশের আড়ালে, সেসব ঘটনার খন্ড কিছু কাহন আছে এই গল্প গ্রন্থে। এই গল্প সমগ্রে ষোলটি গল্প রয়েছে। এক একটি গল্প বিভিন্ন শব্দের মিশ্রণে তৈরি করেছে এক এক ঘরনার আবেশ, এক এক মুহূর্তের চিত্রায়ন। কোন গল্প পড়ে প্রেমের অনুভূতি জাগবে তো কোন গল্পে বিরহ। কখনো সমাজ সংশোধনের গল্প তো কখনো বাস্তবতার নির্মম পরিহাস। তাদের সাথে পাল্লা দিয়ে আছে রহস্য ও ভৌতিক অনুভূতি। রম্য ও সায়েন্স ফিকশনও পিছিয়ে নেই সেই দৌড়ে। যেন একটি মলাটের ভাঁজে ভাঁজে পাঠক খুঁজে পাবে ভিন্ন ভিন্ন গল্প, সময়, মুহূর্ত আর তাদের অনুভূতিকে ছুঁয়ে যাবে প্রতিটি গল্পের নির্যাস।এই ছোট গল্পগুলো যেন সমাজের লুকায়িত কিছু সত্যের সম্মুখ প্রতিচ্ছবি যা অনেক সময় আমরা দেখতে চাই না। সে সব গল্পকে নীরবে এঁকে চলে ‘শব্দের পঙতিমালা’। তাই এই গল্প সমগ্রের নাম ‘শব্দ’। এই গল্প সমগ্রের প্রতিটি গল্পের ভিন্ন উপস্থাপন আর কাহিনীর কারনে পাঠক কখনোই পাঠে বিরক্ত হবেন না, সে আশ্বাস দিতে পারি।
নিজেকে গল্প বলার মানুষ হিসেবে পরিচয় দিতে বেশি ভালবাসি। গল্প বলার জন্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছি ছোট গল্প, কবিতা আর উপন্যাস। মানুষের জীবনে প্রতিনিয়ত ঘটে যাওয়া গল্প গুলোকে তুলে ধরার চেষ্টা করি অনবরত। নতুন কিছু সৃষ্টির প্রচেষ্টায় বাঙালি পরিবারের সম্পর্কের বিভিন্ন দিক গুলো নিয়ে বৃহৎ আকারে ২০১৯ সালে রচনা করি প্রথম উপন্যাস “বিনি সুতার টানে”। যা ২০২০ সালের একুশে বই মেলাই অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত হয়। ‘খাঁচা’ আমার দ্বিতীয় উপন্যাস। জন্ম থেকে বেড়ে উঠা চট্টগ্রাম শহরে। ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শেষ করে জড়িয়ে পরি লেখা লেখির এই জগৎটাতে। গল্প সেতো গল্প নয় জীবনেরও কথা কয় এই নশ্বর জীবনে গল্পরাই কেবল হয়ে থাকে অবিনশ্বর।