বেশ কিছুদিন ধরে ভাবছিলাম দেশেবিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবন্ধগুলো দিয়ে একটি গ্রন্থ প্রকাশ করার কথা। প্রবন্ধগুলো বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে কলকাতার ‘দৈনিক গণশক্তি’, চট্টগ্রামের ‘দৈনিক পূর্বকোণ’, কলকাতা থেকে প্রকাশিত সাহিত্যপত্রিকা ‘মাসিক কথাসাহিত্য’, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য সমিতির গবেষণাপত্রিকা ‘পা-ুলিপি’ এবং আমার পিএইচডি থিসিসের কিছু অধ্যায়ে। এ সংকলনে উপাদান হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে উপন্যাসে আধুনিকতাকে। উপন্যাসে আধুনিকতা শুধু আঙ্গিকের বিষয় নয়, নয় ব্যক্তিরও; এক্ষেত্রে আধুনিকতার মূল উপাদান হতে পারে উপন্যাসের বিষয়বস্তু। ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি বরাবরই দুর্বল। ফলে এ গ্রন্থে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস এবং উপন্যাসের উপাদান নিয়ে একাধিক প্রবন্ধ। দুঃখ, দারিদ্র্য ও দুর্ভিক্ষের মতো কিছু বিষয় ব্যক্তিসত্তার পাশাপাশি আমার শিল্পসত্তাকেও চরম পীড়া দেয়। তাই উপর্যুক্ত বিষয়গুলো উপজীব্য করে রচিত প্রবন্ধকে এখানে তুলে ধরেছি। তা ছাড়া প্রবন্ধগুলোর সময়কালও লক্ষ করার মতো।