গ্রন্থ পরিচিতি এই গ্রন্থে রয়েছে বিশ্বের অনেক দেশের সাহিত্য সম্পর্কে অনেকগুলি লেখা। যারা বিশ্বের হরেক দেশের হরেক সাহিত্য নিয়ে জানতে আগ্রহী তাদের জন্য বিশ্ব সাহিত্যের কথা বইটি খুলে দেবে অনেক নতুন দরোজা। তাদের জানা-অজানা অনেক বিষয় নিয়ে সাম্প্রতিক তথ্যসমৃদ্ধ বেশ কিছু আলোচনা করা হয়েছে বিধায় সাহিত্যপিপাসু এইসব পাঠক আনন্দিত হবেন। যে সব প্রবন্ধ এখানে মুদ্রিত হয়েছে তার কয়েকটি নাম এরকম: নন্দিত নরকে: হুমায়ূন আহমেদের গভীর জীবনবীক্ষার প্রপঞ্চ; আহমদ ছফার গাভী বিত্তান্ত-এর গাভী কোথায়?; আধুকিতা ও কবি খৈয়াম কাদেরের কবিতা; পুঁজিবাদ, কার্ল মার্কস এবং ফ্রানৎস ফানো প্রসঙ্গ; তৃতীয় বিশ্বের নারীচেতনাবাদ; বাংলাদেশে আফ্রিকী সাহিত্য; ফরাসি সাহিত্যের পথচলার সংক্ষিপ্ত ইতিহাস; জার্মান সাহিত্যে আধুনিকতাবাদ; ওলন্দাজ সাহিত্যের ইতিবৃত্ত; তুর্কি সাহিত্যের সেকাল-একাল; ইংরেজি ভাষা ও সাহিত্যের জনক; আফ্রিকার কথা সাহিত্যের সুলুক সন্ধান; ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগে ছোটগল্পের হালচাল; কবি ও কবিতা; আমেরিকার ছোটগল্প; জোখা আল; হার্দির ম্যান বুকার-২০১৯ জয়; সাহিত্যের কাজ, রাশিয়ার ছোটগল্প; ম্যাকবেথ নাটকের প্রেক্ষাপট; কাশ্মীরি সাহিত্যের ইতিবৃত্ত; শিশু সাহিত্যের শক্তি ও দুর্বলতা: একটি পুনঃপাঠ; গ্রীক সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস; নাট্য সাহিত্যের গোড়ার কথা; শেক্সপীয়ারের নাটকে অলৌকিকতা; রোমান্টিসিজম; আর্ট বা শিল্প; রেনেসাঁ’র ভালো-মন্দ; ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টাস ও রেনেসাঁ; ফেয়ারওয়েল টু আর্মস আত্মজীবনীমূলক নয়, বরং কল্পকাহিনী; আমা আটা আইডুর সাহিত্যবীক্ষা; আধুনিক নায়ক হ্যামলেট; উপন্যাস, এর অঙ্গসংস্থান ও প্রকৃতি; সাহিত্যিক, তাঁর দেশ ও সমাজ; ব্রাজিলীয় সাহিত্যের ইতিবৃত্ত ইত্যাদি।
অধ্যাপক ড. এলহাম হোসেন একাধারে গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক ও সাহিত্য সমালোচক। বর্তমান সময়ের জিজ্ঞাসু পাঠকদের কাছে সুপরিচিত। ইংরেজি সাহিত্যে স্নতক ও স্নাতকোত্তর। এমফিল করেছেন ঔপনিবেশিক সাহিত্যে। তাঁর পিএইচডি গবেষণার বিষয় নাইজেরীয় সাহিত্যিক চিনুয়া আচেবের উপন্যাস। গবেষণাধর্মী লেখালেখির জন্য পাঠকমহলে তিনি বেশ সমাদৃত। বাংলা ও ইংরেজি ভাষায় রচিত তাঁর বেশকিছু গবেষণা-প্রবন্ধ দেশ ও দেশের বাইরের পত্র-পত্রিকা ও জার্নালে ছাপা হয়েছে। গবেষণা-প্রবন্ধ উপস্থাপন করেছেন দেশ-বিদেশের বেশকিছু সেমিনার-কনফারেন্সে। বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য প্রকাশনা সংস্থা থেকে তাঁর একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। বাংলা ভাষায় আফ্রিকী সাহিত্যের সমালোচনামূলক প্রবন্ধ-গ্রন্থ রচনায় তিনি একজন অগ্রগামী লেখক। তুলনামূলক সাহিত্য, সাহিত্যতত্ত¡, নৃতত্ত¡ ও ইতিহাস তাঁর অন্যতম আগ্রহের বিষয়। গ্রন্থসমূহ: ইংরেজি সাহিত্যের গল্পকথা, নাইজেরিয়ার সমস্যা (অনুবাদ), Angst and Anxieties: Historical and Psychological Parallels in Chinua Achebe’s Trilogy, আফ্রিকার সাহিত্যভাবনা, The Colonial Encounter and the Postcolonial Ambivalence, আফ্রিকার ছোটগল্প ও সাহিত্যচিন্তা (অনুবাদ), ইত্যাদি।