‘কিশোর টেনিদা সমগ্র ’ বই সম্পর্কে কিছু লেখা ‘টেনিদার অভিযান’ যারা পড়েছে, তারা তো আশাদেবীর ‘টেনিদা কে? কি? কবে? এবং কোথায়?' লেখা থেকে ভালোভাবেই টেনিদার আসল পরিচয় জানতে পেরেছে। ভূমিকায় আশাদেবী লিখেছিলেন, ‘রবীনবাবু টেনিদার বই ছাপবেন বলে আমার পিছনে ফিঙের মতো লেগেছেন। আমি ওকে ঠেকাই কি করে? কথাটা পুরোপুরি সত্যি। আমি নাছোড়বান্দা হয়েই লেগেছিলাম ওঁর পিছনে। ফলে প্রকাশিত হয়েছিল ‘টেনিদার অভিযান।’ বই ছাপা তো বটেই, আসলে টেনিদার নতুন গল্প পড়ার আগ্রহই ছিল বেশী। কিন্তু টেনিদার স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রয়াণের পর টেনিদার বহু কীর্তি-কলাপই অজানা রয়ে গেল । কিন্তু টেনিদা-প্রেমিক পাঠকদের হাত থেকে নিষ্কৃতি পেলেন না আশাদেবী। অনন্যোপায় হয়েই তাঁকে কলম ধরতে হল। নতুন করে আবার আমরা টেনিদাকে পেলাম, পেলাম টেনিদার পিসতুতো ভাই মুসূরী, ফুচুদাকে এবং আরও অনেককেই। পটলডাঙার চাটুজ্যেদের রোয়াকের মধ্যমণি, এই টেনিদাকে নিয়েই আশাদেবী লিখেছিলেন এক দীর্ঘ ধারাবাহিক উপন্যাস ‘টেনিদার অজলাভ'। টেনিদার এই আশ্চর্য অভিযানের কথা হয়তো অনেকেই জানেন না। উপন্যাসটি বেরিয়েছিল মাসিক 'কলরব' পত্রিকায়। লেখাটিকে গ্রন্থাকারে বের করার কথাও অনেকবার হয়েছে আশাদেবীর সঙ্গে। কিন্তু নানা অসুবিধায় তা আর হয়ে ওঠেনি। এথচ টেনিদার নতুন গল্পের খোঁজে আমরা দিশেহারা, অনেকে আবার টেনিদার অনেকগুলো গল্প-উপন্যাস একসঙ্গে একমলাটেই পেতে আগ্রহী। ‘কিশোর টেনিদা সমগ্র' তাদের কথা ভেবেই বের করা—যারা নতুন গল্পের সঙ্গে পুরনো গল্পও বারবার পড়তে চায় এবং একসঙ্গে এক মলাটে অনেক লেখা পেতে চায়।
Narayan Gangopadhyay নারায়ণ গঙ্গোপাধ্যায় (৪ ফেব্রুয়ারি, ১৯১৮ - ৬ নভেম্বর, ১৯৭০) একজন ভারতীয় বাঙালি লেখক । জন্ম অবিভক্ত বাংলার (অধুনা বাংলাদেশের অন্তর্গত) অবিভক্ত দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গীতে। সাহিত্যে ছোটগল্প তাঁর একটি উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ। ছোটদের জন্য তাঁর সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা খুবই জনপ্রিয় । তাঁর লেখা কিছু উল্লেখযোগ্য ছোটগল্প হল - ইতিহাস, নক্রচরিত, হাড়, বীতংস, রেকর্ড, টোপ, আদাব, প্রভৃতি।নারায়ণ গঙ্গোপাধ্যায় দিনাজপুর জেলা স্কুল, ফরিদপুর রাজেন্দ্র কলেজ, বরিশাল ব্রজমোহন কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন। তার শিক্ষাকাল কাটে দিনাজপুর, ফরিদপুরের রাজেন্দ্র কলেজ, বরিশালের বিএম কলেজ ও কলকাতায়। ১৯৪১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি প্রথম শ্রেণিতে প্রথম হন এবং ডক্টরেট ডিগ্রি নেন ১৯৬০ সালে। এরপর তিনি জলপাইগুড়ি কলেজ, সিটি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়। তিনি ছোট গল্প বিষয়ে ডি.লিট ডিগ্রি লাভ করেন।