আমরা হেঁটে চলি ক্লান্ত পথে তখন এক বোধ জন্ম নেয়।জীবনের প্রার্থনারা হয় নিষ্ক্রিয়।অনিশ্চয়তার আঁধারে খুঁজে ফিরি জ্যোৎস্নার আলো।জীবনের হাসি কান্না আনন্দ বেদনার ঘটনাগুলো চোখের সামনে সব সময় ভেসে উঠে। মানুষের বিচিত্র জীবনে সবার চাওয়া পাওয়া প্রাপ্তি ও সুখগুলো আলাদা হলেও কষ্টের চোখের পানি সবার একই রকম।।রাতের আবেশ মেখে চাঁদ উঁকি দিবে রাতের আকাশে সেখানে নিয়ন ও ফ্লুরোসেন্টের আলোর দাপটটাই বেশি মনে হয় আপাতদৃষ্টিতে। কিন্তু এতো আলোও চাঁদের শুভ্রতা একটুও ¤øান করতে পারে না।যাপিত জীবনের প্রবাহমান নিয়মতন্ত্রে নিদারুণ দ্বিধায় কাটে জীবন কখনওবা শ‚ন্য গন্তব্যের সীমাহীন দুঃস্বপ্নে নিত্যদিনের স‚র্যটা অবহেলায় রাতের আঁধারে মিশে।জীবনের চাওয়া পাওয়াগুলো বছরের পর বছর জানালার কার্ণিশে ঝুলে থাকে করুণনিনাদে।পান্ডুলিপির পৃষ্ঠা প‚র্ণ হয় আদ্যোপান্ত স্যাতস্যাতে ক্লান্তি ও নিদারুণ ভয়ে।এই অনুভ‚তিগুলোই আমার গল্পের উপকরণ।আমার বুকে আমি স্পন্দন শুনি মানুষের জীবনের এই অনুভ‚তিগুলোর।বাস্তবতা ও কল্পনা চলে সমান্তরালভাবে তারসাথে চলে জীবন। কিছু দীর্ঘশ্বাস কিছু চাওয়া কিছু পাওয়ার একান্ত প্রতিফলন আমার রুপালী জ্যোৎস্নারা গল্পগ্রন্থে। আমরা হেঁটে চলি ক্লান্ত পথে তখন এক বোধ জন্ম নেয়।জীবনের প্রার্থনারা হয় নিষ্ক্রিয়।অনিশ্চয়তার আঁধারে খুঁজে ফিরি জ্যোৎস্নার আলো।জীবনের হাসি কান্না আনন্দ বেদনার ঘটনাগুলো চোখের সামনে সব সময় ভেসে উঠে। মানুষের বিচিত্র জীবনে সবার চাওয়া পাওয়া প্রাপ্তি ও সুখগুলো আলাদা হলেও কষ্টের চোখের পানি সবার একই রকম।।রাতের আবেশ মেখে চাঁদ উঁকি দিবে রাতের আকাশে সেখানে নিয়ন ও ফ্লুরোসেন্টের আলোর দাপটটাই বেশি মনে হয় আপাতদৃষ্টিতে। কিন্তু এতো আলোও চাঁদের শুভ্রতা একটুও ¤øান করতে পারে না।যাপিত জীবনের প্রবাহমান নিয়মতন্ত্রে নিদারুণ দ্বিধায় কাটে জীবন কখনওবা শ‚ন্য গন্তব্যের সীমাহীন দুঃস্বপ্নে নিত্যদিনের স‚র্যটা অবহেলায় রাতের আঁধারে মিশে।জীবনের চাওয়া পাওয়াগুলো বছরের পর বছর জানালার কার্ণিশে ঝুলে থাকে করুণনিনাদে।পান্ডুলিপির পৃষ্ঠা প‚র্ণ হয় আদ্যোপান্ত স্যাতস্যাতে ক্লান্তি ও নিদারুণ ভয়ে।এই অনুভ‚তিগুলোই আমার গল্পের উপকরণ।আমার বুকে আমি স্পন্দন শুনি মানুষের জীবনের এই অনুভ‚তিগুলোর।বাস্তবতা ও কল্পনা চলে সমান্তরালভাবে তারসাথে চলে জীবন। কিছু দীর্ঘশ্বাস কিছু চাওয়া কিছু পাওয়ার একান্ত প্রতিফলন আমার রুপালী জ্যোৎস্নারা গল্পগ্রন্থে।