এককালে জার্মানি ছিল হলি রোমান এম্পায়ারের অন্তর্গত বিভিন্ন রাজ্যে বিভক্ত। প্রতিবেশী পরাশক্তি হাবসবুর্গ শাসিত অস্ট্রিয়া, বুর্বন ফ্রান্স, আর জারিস্ট রাশিয়ার রাজনৈতিক খেলায় জার্মানি অন্যতম ভূমিকা পালন করত। সেখানে সবাইকে ছাপিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল বাল্টিকের নিকটবর্তী প্রুশিয়া। স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রুশিয়ার আত্মপ্রকাশের মাত্র একশো সত্তর বছরের মধ্যে ঐক্যবদ্ধ হয় জার্মানি।প্রুশিয়ার ইতিহাসের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে ইতিহাসের অন্যতম কিছু মাইলফলক- পোল্যান্ডের বিভাজন, ফরাসী বিপ্লব, স্লেশউইগ-হোলস্টেইন লড়াই, অস্ত্রিয়া-প্রুশিয়া, অস্ট্রিয়া-ফ্রান্স ইত্যাদি যুদ্ধ। এই যাত্রায় সঙ্গী ছিলেন সুপরিচিত কিছু নামও, ফ্রেডেরিক দ্য গ্রেট, মারিয়া থেরেসা, নেপোলিয়ন বোনাপার্ট, মেটেরনিখ, অটো ভন বিসমার্কসহ আরো অনেকে। ইউরোপের ইতিহাসের সংঘাতপূর্ণ দুই শতাব্দীর পথ পরিক্রমাই প্রুশিয়া থেকে জার্মানির মূল উপজীব্য। ইতিহাসের চোখ দিয়ে দেখা ছোট্ট একটি রাষ্ট্র থেকে কিভাবে ইউরোপের অন্যতম পরাশক্তি হয়ে উঠল এই দেশ, কিভাবেই বা নিজের থেকে বহুগুণে বড় আর ক্ষমতাশালী প্রতিপক্ষদের সরিয়ে একীভূত করলো জার্মানিকে।