ফ্ল্যাপে লেখা কিছু কথা টেকনাফ থেকে তেঁতুলিয়া,বেনাপোল থেকে তামাবিল পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের অতীত সংস্কৃতির সমৃদ্ধি প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্লেষণ করে বোঝা যায়। সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিক বিকাশে নির্দিষ্ট ভূখণ্ডকন্দ্রিক জাতিসত্তার বিকাশ এদেশের অতীত সমৃদ্ধির কথা জানান দেয়। বিভিন্ন স্রোতোধারার মানুষ পরস্পর মিলেমিশে একাকার হলেও বাঙালি তার স্বাধীন জাতিসত্তাকে সুকৌশলে ধরে রেখেছে। প্রত্নতাত্তিক ঐতিহ্যের নিয়মতান্ত্রিক গবেষণা আর ইতিহাসরে কার্যকারণভিত্তিক বিশ্লেষণই বাংলাদেশে বসবাসকারী মানুষের অন্তঃস্থ সত্তাকে খুঁজে বের করতে পারে যার একটি প্রয়াস এই গ্রন্থে নেয়া হয়েছে। বাংলাদেশে মানব সংস্কৃতির প্রাথমিক ধাপ পাথর যুগের অস্তিত্ব ছিল যা্ এই গ্রন্থে সহজ ও সাবলীল ভাবে উপস্থাপিত হয়েছে। এরপর ধারাবাহিকভাবে ঐতিহাসিক যুগের বিভিন্ন কালপর্ব আলোচনার স্থান পেয়েছে। বাংলা ইতিহাসের বিভিন্ন যুগপর্বে বিভাজিত গ্রন্থিত সংস্করণ বাজারে পাওয়া গেলেও সেগুলোকে সংক্ষিপ্ত পরিসরে মলাটবদ্ধ করার প্রচেষ্টা লক্ষ করা যায় নি। ফলে ইতিহাসের শিক্ষার্থী ও আগ্রহী পাঠকদের নানাক্ষেত্রে বিপাকে পড়তে হয়। অন্যদিকে জটিল বাক্যবিন্যাসে ইতিহাসের আলোচনা পাঠকের হৃদয়ঙ্গম হয়ে ওঠা কষ্টসাধ্য ব্যাপার। আমরা মনে করি ইতিহাস সহজ,সুখপাঠ্য ও হৃদয় দিয়ে অনুভব করার মতো একটি বিষয় । এই গ্রন্থের প্রতিটি অধ্যায়ে তার প্রতিফলন ঘটেছে যার মাধ্যমে একজন পাঠক সহজেই বাংলার ইতিহাসের প্রতিটি কালপর্বে হারিয়ে গিয়ে খুঁজে ফিরবেন নিজের অতীতকে।
সূচিপত্র * প্রথম অধ্যায় : ভূমিরূপ ও মানব বসতি স্থাপনের ভিত্তি * দ্বিতীয় অধ্যায় : প্রাগৈতিহাসিক সংস্কৃতি * তৃতীয় অধ্যায় : তাম্র-প্রস্তর ও লৌহ যুগ * চতুর্থ অধ্যায় : মেগালিথিক সংস্কৃতি * পঞ্চম অধ্যায় : মৌর্য ও মৌর্য পরবর্তীকাল * ষষ্ঠ অধ্যায় : গুপ্ত শাসন * সপ্তম অধ্যায় : দক্ষিণ-পূর্ব বাংলার রাজবংশ ও স্বাধীন বঙ্গরাজ্য * অষ্টম অধ্যায় : পাল শাসন * নবম অধ্যায় : সেন শাসনকাল * দশম অধ্যায় : মুসলিম শাসন প্রতিষ্ঠা * একাদশ অধ্যায় : সুলতানি শাসন * দ্বাদশ অধ্যায় : মোগল শাসন * ত্রয়োদশ অধ্যায় : ঔপনিবেশিক শোষণ * চতুর্দশ অধ্যায় : পাকিস্তানি আমল ও স্বাধিকার আন্দোলন * পঞ্চদশ অধ্যায় : মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ * ষষ্ঠদশ অধ্যায় : মুক্তিযুদ্ধ জাদুঘর * সপ্তদশ অধ্যায় : বাংলাদেশের ভূমিপুত্র ও বিশেষ সংস্কৃতির অধিকারী জনগোষ্ঠী * তথ্য নির্দেশনা * নির্বাচিত গ্রন্থ ও তথ্যসূত্র
Dr. Md. Adnan Arif Salim বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলে ইতিহাসের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। জন্ম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশীতে। লিখছেন ইতিহাস, প্রত্নতত্ত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য ও সাম্প্রতিক নানা বিষয় নিয়ে।