এই বিশ্ব চরাচরে এই মন শুধুই অস্থিরতায় ভোগে... মহাসত্যের সন্ধানে... অবশেষে স্রষ্টারে পায় খুঁজি, এই অন্তর দিয়ে যারে বুঝি! নূরের আলো অন্তরকে পথ দেখায়... হাবিবে খোদার প্রেম সেথা পৌঁছায়... নূরের সৃষ্টি নূরকে যখন বুঝি, তাইতো এখন নূরের জোছনায় জীবন খুঁজি! ‘এসো ভিজি নূরের জোছনায়’ কবিতাগ্রন্থে কবি শোয়ের মোঃ কামাল মহান প্রভু আল্লাহপাকের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর প্রতি, সম্মানিত ও মর্যাদাপূর্ণ নবী-পরিবার ও আহলে বায়াতের প্রতি, অলিকুল শিরোমনি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এর প্রতি, অলি-এ হিন্দ হযরত গরীবে নেওয়াজ খাজা মইনুদ্দিন চিশতী আজমেরী (রহঃ) এর প্রতি, বাংলাদেশের অলিকুল সম্রাট হযরত শাহজালাল ইয়েমেনী (রহঃ) এর প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হৃদয়ের অকৃত্রিম আবেগ-অনুভূতি ও ভালোবাসা দিয়ে মহাপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই কবি ক্ষান্ত হননি, কারবালার হৃদয় বিদারক ঘটনাকে তথ্যবহুল কাব্যিকতায় উপস্থাপন করে সত্য ন্যায় ও মানবতার জয়গান গেয়েছেন। মানুষের মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং স্রষ্টার প্রতি দৃঢ় বিশ্বাস ধরে রাখার কথা অনেক সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছে কবির দ্বিতীয় কবিতাগ্রন্থ ‘এসো ভিজি নূরের জোছনায়’। পাঠক এ কবিতাগ্রন্থ পাঠে স্বতন্ত্র স্বাদ অন্বেষণের সুযোগ পাবেন। আশা করি ‘এসো ভিজি নূরের জোছনায়’ কবিতাগ্রন্থটি সব শ্রেণির পাঠকের মন জয় করতে সক্ষম হবে, ইন্শাআল্লাহ!
কুমিল্লার সদর (দ:) উপজেলার সন্তান কবি শোয়েব মো. কামাল। দাদার বাড়ি একই উপজেলার কিং বামিশা গ্রামে। তিনি রাজধানীর মতিঝিল এলাকায় বেড়ে ওঠেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ হতে এমএসসি ফিশারিজ ইন একুয়াকালচার এন্ড ম্যানেজমেন্ট ডিগ্রী লাভ করেন। তিনি পোস্ট গ্রেজুয়েট ফেলোশিপ NORAD অর্জন করেন। তিনি অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। সমসাময়িক প্রসঙ্গ এবং যাপিত জীবনের অসংগতি কবিকে ভাবায়। এই ভাবনা খুব সহজ ভাষায় উঠে এসেছে তাঁর গল্প ও কবিতায়। তিনি হৃদয়গ্ৰাহী স্বরচিত হামদ-নাত ও পুঁথি গেয়ে ইতোমধ্যে শ্রোতার মন কেড়েছেন। তিনি গানও লিখেন। তার লেখা কবিতা অনেকেই আবৃত্তি করেছেন এদের মধ্যে সর্বজন শ্রদ্ধেয় আবৃত্তি শিল্পী জনাব বদরুল আহসান খান প্রণিধানযোগ্য। তাঁর প্রথম একক কাব্যগ্রন্থ 'বসন্ত জোছনা ফিরে যায়' প্রকাশিত হয় ২০২১ সালে। তারপর ইসলামিক কাব্যগ্রন্থ 'এসো ভিজি নূরের জোছনায়' ২০২২ সালে এবং ২০২৩ সালে বিশ জন লেখকের ১০০ টি গল্প নিয়ে তিনি সম্পাদনা করেন অনুগল্প সংকলন 'গল্পচূর্ণ ১০০ পূর্ণ'। এছাড়া, একুশের বইমেলা উপলক্ষে বিভিন্ন ফেসবুক গ্ৰুপ কর্তৃক প্রকাশিত সংকলনে তাঁর লেখা গল্প কবিতা নিয়মিত প্রকাশিত হয়। প্রবাস জীবনে দেশের প্রতি প্রচণ্ড টান তাঁকে বাংলা ভাষায় লেখালেখির প্রতি আকৃষ্ট করে রেখেছে। তাঁর লেখা আরও গল্প কবিতা প্রকাশের অপেক্ষায় আছে।