১৯৫২ সালের ২১ ফেব্রূয়ারি বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে বুকের রক্ত ঢেলে দিয়েছিল কিছু তরুণ, উত্তাল হয়েছিল ছাত্র – বুদ্ধিজীবী – জনসমাজ। পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষারূপে বাংলা স্বীকৃতি পেলেও, প্রতিপদক্ষেপে তাদের মুখােমুখি হতে হয়েছে ইসলামিক সংস্কৃতির নামে বাঙালি-সংস্কৃতি ধ্বংসের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে। ১৯৫৪-এর যুক্তফ্রন্ট সরকার উৎখাত। ১৯৫৮-এ পাকসেনাপ্রধান আইয়ুব খানের সাময়িক শাসন ও ক্ষমতাগ্রহণ, পরবর্তীতে প্রেসিডেন্ট হয়ে মৌলিক গণতন্ত্রের নামে দশটি বছর সমস্ত মৌলিক স্বাধীনতাহরণ। বাংলা বর্ণমালার আরবি-রােমান হরফে রূপান্তরের উদ্যোগ, বেতার-টেলিভিশনে রবীন্দ্রসংগীত প্রচারে নিষেধাজ্ঞা, ‘ জাতীয় কবি ‘ নজরুলের কবিতা-গানে ‘হিন্দুয়ানি’ ভাষা বদল করে আরবি-ফরাসি শব্দ প্রয়োগ, ক্রমাগত আর্থিক পীড়নে সােনার বাংলাকে শশানে পরিণত করা, পূর্ববাংলার স্বায়ত্তশাসনের আন্দোলন অবদমনের জন্যে ‘ আগরতলা ষড়যন্ত্র মামলা ‘, উনসত্তরে পুলিশের গুলিতে কিশাের মতিউর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদ, রাজশাহি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহা; একাত্তরের যুদ্ধে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। এই দুঃসাহসী মর্মান্তিক ঘটনাবলি ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মীলনে সেখানে রচিত হয়েছে একাত্তর-পূর্ববর্তী ও পরবর্তী বাংলাভাষার নতুনতর কাব্য ও সংগীত। ‘ কাব্যে-সংগীতে বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ‘ গ্রন্থের বিভিন্ন প্রবন্ধে এর যথাযথ রূপায়ণ। এপার বাংলায় অনুরূপ প্রয়াস দুর্লভ।
Title
কাব্যে-সংগীতে বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ
জন্ম ১১ ফেব্রুয়ারি ১৯৫০। নেত্রকোণা ময়মনসিংহ। বাবা ফণিভূষণ চৌধুরী, মা সুচারু চৌধুরী। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান। দুই বাংলার বিশিষ্ট ছড়ালেখক, ছন্দ-গবেষক ও প্রাবন্ধিক। একাত্তরের মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চুক্তিবদ্ধ কথিকালেখক ও কবি। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার্ ঢাকা থেকে প্রকাশিত উল্লেখ্য গ্রন্থ : ‘নাছোড়বান্দা’, ‘রাজার ঘোড়া’, ‘নির্বাচিত ছড়া', ‘মেঘের কোলে চাঁদের মতো’, ‘ছোটদের মধুসূদন', 'ছড়ায় ছন্দ’, ‘রসতত্ত্ব’, ‘রসতত্ত্ব ও অলঙ্কার পরিচয়’, ‘শ্লোগানের ছন্দ ও অন্যান্য প্রবন্ধ' (জুলাই ২০১৭)। পশ্চিবঙ্গে প্রথম শ্রেণির সাহিত্যপত্রগুলোতে নিয়মিত লেখালেখি। কলকাতা থেকে অদ্যাবধি প্রকাশিত গ্রন্থাবলি : ‘কবিতীর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য’, ‘ছড়ায় ছন্দ’ (দ্বিতীয় ও পরিবর্ধিত সংস্করণ), ‘পর্বান্তরের কবিতা’, ‘লাটসায়েবের জুতো’, ‘টাকার বাড়ি', ছন্দ অলংকার পরিচয়’, ‘ধ্বনিতত্ত্ব’, ‘ভাষাতত্ত্ব ও বাংলা ভাষা’, ‘বড়োদের কবি ছোটোদের কবিতা’ ও ‘কাব্যে সংগীতে বাংলাদেশের ভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধ'।