গ্রন্থ পরিচিতি উপন্যাস অস্তিত্বের পুনর্বিন্যাস-সংক্রান্ত জটিলতা আটপৌরে যাপিত জীবনের পরিক্রমায় পরস্পরের সন্নিকটে আসে মানুষ, মিথস্ক্রিয়ায় আবদ্ধ হয় বিবিধ সম্পর্কসূত্রে; সময়ের ঘাত-প্রতিঘাতে ঝঞ্ঝাতাড়িত সমাজ-বাস্তবতার সম্মুখীন হয়ে তারা কি প্রকাশ করতে পারে নিজেদের প্রকৃত রূপ? মেনে নিতে হয় না কি পারিপার্শ্বিক, সমাজ ও সময়ের লিখিত- অলিখিত অজ¯্র নিয়ম-কানুন, অদৃশ্য বিধি-নিষেধের গÐি? প্রগতির পথ বেয়ে বিজ্ঞান-প্রযুক্তি, মেধা, শিক্ষা ও চারিত্রিক উৎকর্ষের কল্যাণে আত্মপ্রত্যয়ী মানুষকেও তো সময়ে বরণ করতে হয় অসহায়ত্ব, দেশ-কালের প্রথা-মূল্যবোধের বেদিমূলে অর্ঘ্য দিতে হয় অস্তিত্বের স্বতঃপ্রকাশকে; ক্রমশ যার পরিণতি ঘটে মুখোশের অন্তরালে খÐকালীন আশ্রয় গ্রহণে। অস্তিত্বের পুনর্বিন্যাস-সংক্রান্ত জটিলতায় ঠিক এমনিভাবে কতিপয় চরিত্র বিভিন্ন পর্যায়ে সংলগ্ন হয় পরস্পরেরথ যাদেরকে কেন্দ্রে রেখে এগিয়ে চলে কাহিনীর ধারাক্রম। আপাত নিস্তরঙ্গ জীবনের অন্তরালে সংঘটিত অভিঘাত দাঁড় করিয়ে দ্যায় অনভিপ্রেত বাস্তবতার মুখোমুখি, করে তোলে নিয়তির নিষ্করুণ শিকার; নিরাবলম্ব, নিঃসহায়। এ উপাখ্যানের চরিত্রগুলো বর্তমানের বাংলাদেশে মধ্যশ্রেণীর ক্ষুদ্র একাংশের প্রতিনিধিথ যাদের আয়ত্তে নেই সময় ও সমাজকে বদলে দেয়ার সাফল্যপ্রদায়ী আয়ুধ, তাই তারা সম্মুখীন হয় সত্তার পুনর্বিন্যাস ও পরবর্তীতে এতদসংক্রান্ত যাবতীয় জটিলতার।
জন্ম: ৪ সেপ্টেম্বর ১৯৮১, ঢাকায়। শিক্ষাজীবন: বিসিএসআইআর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ। পরবর্তীতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসের ওপর এমবিএ ডিগ্রি অর্জন। ছাত্রজীবনে প্রগতিশীল বামপন্থী ছাত্র রাজনীতির সাথে জড়িত। বর্তমানে বাঙলাদেশ লেখক শিবিরের ঢাকা নগর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে নিয়োজিত। প্রকাশিত গ্রন্থ: ‘সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থা দর্পিত নখরে বিদীর্ণ আমাদের সময়’; বৃহৎ পুঁজি এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি; নেশমিয়ে হোক্সা প্রণীত শ্রেণী ‘সংগ্রামের বিকাশের বিষয়ে আলবেনিয়ার পার্টি অব লেবার-এর বিপ্লবী নীতির কতিপয় মৌলিক প্রশ্ন’ এর অনুবাদ। পেশাজীবন: পাবলিক সেক্টরে সেবা খাতে এবং প্রাইভেট সেক্টরে উন্নয়ন-বিষয়ক প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে প্রশাসনিক কাজের দায়িত্ব পালন। অবসর যাপন: লেখালিখি, বই পড়া, সিনেমা দেখা, গান শোনা।