ভূমিকা এক আমেরিকান লেখক, বক্তা, এবং আত্মোন্নতি, বিপণন, প্রাতিষ্ঠানিক বিষয়ে প্রশিক্ষণের বিশেষজ্ঞ, আন্তঃসম্পর্ক বিষয়ে দক্ষ, ডেল কার্নেগি ছিলেন এক দরিদ্র কৃষক সন্তান, জেমস উইলিয়াম কার্নেগি ও আমান্ডা এলিজাবেথ হার্বিসন-এর দ্বিতীয় পুত্র। ১৮৮৮ সালে মিসৌরির মেরিভিল-এ তাঁর জন্ম। কিশোর বয়সে গোরুর দুধ দুইতে ভোর চারটায় তাঁকে শয্যা ত্যাগ করতে হত। তা সত্ত্বেও ওয়ারেনসবার্গ-এর স্টেট টিচার্স কলেজে লেখাপড়া করার সুযোগ করে নিয়েছিলেন। কলেজের পর পশুখামারের মালিকদের পত্রযোগে শিক্ষাদানের পাঠক্রমের বই বিক্রি করা ছিল তাঁর প্রথম চাকরি। এরপর তিনি ঢুকলেন আর্মার অ্যান্ড কোম্পানিতে শূকর মাংস, সাবান ও পশুচর্বি বিক্রি করতে। কার্নেগি বিক্রয় বৃত্তি ছাড়লেন ১৯১১ সালে, পাঁচশো ডলার জমানোর পর, তাঁর জীবনের স্বপ্ন চাউতাউকুয়া (ঊনবিংশ শতাব্দীর শেষে ও বিংশ শতাব্দীর গোড়ায় আমেরিকায় প্রভূত জনপ্রিয় বয়স্ক শিক্ষা ও সামাজিক আন্দোলন) বক্তা হবার লক্ষ্যে, কিন্তু তার পরিবর্তে প্রবেশ করলেন নিউ ইয়র্কের আমেরিকান আকাদেমি অফ ড্রামাটিক আর্টস-এ। অভিনেতা হিসেবে সামান্যই সফলতা পেয়ে ফিরে গেলেন নিউ ইয়র্কে, বেকার, প্রায় দেউলিয়া অবস্থায়। ওয়াই.এম.সি.এ-তে থাকাকালীন বক্তৃতাশৈলী শিক্ষাদানের কথা মাথায় এল। প্রথম অধিবেশনেই প্রচারমূলক সব কাগজপত্র নিঃশেষ হয়ে গেল। যখন তিনি শিক্ষার্থীদের ডাকলেন বক্তৃতা দিতে, ‘যা তাদের রাগিয়ে তুলেছে এই বিষয়ে, তখন আবিষ্কার করলেন তাঁর কৌশলটি বক্তাদের জনসভায় নির্ভয়ে বক্তৃতা দিতে শিখিয়েছে। এই ভাবেই ১৯১২ সালে ডেল কার্নেগি শিক্ষাক্রমের উৎপত্তি। ১৯১৪ সালে, সাধারণ আমেরিকাবাসীর অধিকতর আত্মবিশ্বাসী হবার আবেগ কাজে লাগিয়ে কার্নেগির সাপ্তাহিক আয় সপ্তাহে পাঁচশো ডলারে পৌঁছল। ১৯১৬ সালের মধ্যেই কার্নেগি হল ভাড়া করে ভিড়ে ঠাসা হলে বক্তৃতা দিলেন।
ডেল ব্রাকেনরিডজ কার্নেগী, এক দরিদ্র কৃষক পরিবারে ২৪ নভেম্বর, ১৮৮৮ সালে জন্ম নেওয়া এই আমেরিকান লেখক তাঁর আত্ম-উন্নয়নমূলক প্রশিক্ষণ পদ্ধতি ও বইয়ের পাতায় আজও বিশ্বব্যাপী জনপ্রিয় এক নাম। সেলফ-ইম্প্রুভমেন্ট, সেলসম্যানশিপ, করপোরেট ট্রেনিং, পাবলিক স্পিকিং, ও ইন্টার পার্সোনাল স্কিল এর মতো দারুণ সব প্রশিক্ষণের উদ্ভাবন ও এসব বিষয়ে লেখা ডেল কার্নেগী এর বই সমূহ আশার আলো দেখিয়েছে অসংখ্য হতাশাচ্ছন্ন মানুষকে। মিসৌরিতে দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেওয়ার দরূণ বালক বয়স থেকেই কাজ করেছেন ক্ষেতখামারে। এর মাঝেও ওয়ারেন্সবার্গের সেন্ট্রাল মিশৌরি স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা চালিয়ে গিয়েছেন। কলেজ শেষে জীবিকার তাগিদে বেকন, সাবান এবং লার্ড (শূকরের চর্বি মিশ্রিত করা) তৈরির কাজও করতে হয় আর্মর অ্যান্ড কোম্পানির জন্য। ফার্মের প্রধান হিসেবে অনেক সাফল্য লাভ ও ৫০০ ইউএস ডলার সঞ্চয়ের পর ১৯১১ সালে বহুদিনের লালিত স্বপ্ন অধ্যাপক হওয়ার জন্য বিক্রয় সেবার কাজটি ত্যাগ করেন তিনি। কিছু ব্যর্থতার অভিজ্ঞতা ঝুলিতে নিয়ে যখন ওয়াইএমসিএ- এর ১২৫ নম্বরে বাস করতে শুরু করেন, তখনই পাবলিক স্পিকিং এর ধারণাটি মাথায় খেলা করে কার্নেগীর। সেই সময় মোট লভ্যাংশের ৮০% শতাংশের বিনিময়ে ওয়াইএমসিএ এর পরিচালকের কাছে শিক্ষা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। এভাবেই ১৯১২ সাল থেকে কার্নেগী কোর্সের যাত্রা শুরু হয়। পুরো আমেরিকাবাসীর কাছে ধীরে ধীরে আত্মবিশ্বাস বৃদ্ধির পথ হয়ে উঠে তার পদ্ধতি। ডেল কার্নেগী এর বই সমগ্র এর মধ্যে ‘হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স’ বইটিকে তার সেরা অবদান হিসেবে ধরা হয়। প্রথম প্রকাশের মাত্র কয়েক মাসের মধ্যেই যার ১৭তম মুদ্রণও প্রকাশ করতে হয়েছিলো। ডেল কার্নেগী এর লেখাগুলো বিশ্বজুড়ে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং এখনও হচ্ছে। ‘বিক্রয় ও জনসংযোগ প্রতিনিধি হবেন কীভাবে’, ‘বন্ধুত্ব ও সম্পদ লাভের কৌশল’, ‘বড় যদি হতে চাও’, ‘ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ’ এমন নানা নামের অনূদিত ডেল কার্নেগী বাংলা বই অনুপ্রেরণা যোগাচ্ছে বাংলাভাষী পাঠকদেরও। ডেল কার্নেগী শ্রেষ্ঠ রচনাসমগ্র এর মধ্যে আরও আছে ‘দ্য বায়োগ্রাফি অব আব্রাহাম লিংকন’, ‘ফাইভ মিনিট বায়োগ্রাফিস’ এবং ‘বিশ্বায়নের পটভূমি’। ১ নভেম্বর, ১৯৫৫ সালে আমেরিকান এই অধ্যাপক মৃত্যুবরণ করেন।