ফ্ল্যাপে লিখা কথা কবি নির্মল চক্রবর্তী , ১১ নভেম্বর ১৯৫৫ সালে মানিকগঞ্জ জেলার পুখুরিয় গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবা নলিনীকান্ত চক্রবর্তী (প্রয়াত)।
শিক্ষা ও রাজনৈতিক জীবন ১৯৬৯ সালে বানিয়াজুড়ি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীতে সময় স্বৈরাচারী আইয়ুব বিরোধী গণআন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে হাতে খড়ি। সেই থেকে আজ অবধি বামধারার রাজনীতি দর্শন ও প্রয়োগের সাথে জড়িত।
১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যাল থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে লেখাপড়ার পর্ব শেষ করে আনুষ্ঠানিক ভাবে যোগদেন সাংবাদিকতায়্ বর্তমানে তিনি ভারতের শিলিগুড়ি থেকে প্রকাশিত দৈনিক উত্তর বঙ্গ সংবাদের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।
সাহিত্য ও কাব্য চর্চা কবি নির্মর চক্রবর্তীর প্রকাশিত বইয়ের সংখ্যা ৭টি।এগুলো হচ্ছে-চলো যাই ঢাকা,মৌল বিবরে ঘাতক কাটা, আমি একা থেকে গেলাম, কালের তরঙ্গধ্বনি,রৌদ্র ছায়ার এপিটাফ, কোড়াল দ্বীপের সন্ধ্যা, ওরা কেন দেশ ছাড়লো।
সূচিপত্র * ভালোবাসা নি:শেষ হয়ে গ্যালো * নীল স্বপ্ন, সুডোর স্তন * তোমাকে জানতে দেবো কখনো * নির্ভয়ে ঘুমিয়ে পড়ো * তোমাকে ভালোবেসে * ভালো আছি,অনেক ভালো * তোমাকে ঘিরে * মিশে যাবো রক্ত ধারার সাথে * যার জন্য আবরো অপেক্ষা * নিরন্তর গন্তব্যের দিকে * অভিনন্দন কাঠমুন্ডু তোমাকে * এ যেন মিথ্যা নয় হয় কখনো * শ্বাশত জনতার কণ্ঠ মিছিলে আমি বেঁচে থাকবো * জীবনের অবসাদ * উচ্চাকাঙ্ক্ষা * নৈ:শব্দের ভালোবাসা * একাই থেকে গেলাম * আয়েশ * নির্ভয়ে বাড়াও হাত * আনন্দ * স্মৃতি সততই সুখের * শেখড়ের স্বপ্ন * দূর থেকে কাছ থেকে * জন্ম দেয় প্রাণবন্ত এব উজ্জল পৃথিবী * স্থির চোখ * সে তো চাইনি আমি * তোমারই হোক জয় * হতাশার বিপক্ষে * জীবন মেলে না স্বপ্নের মোহনায় * আমাকে কি চিনতে পারবে? * প্রতীক্ষায় আছি * সবগুলো রাত * চট্রগ্রাম তোমায় ভালোবাসি * ফিরে যাবে কবে সোনালি সূর্যের দেশে * শুধু তুমি জানলে না * কোন দিকে * আমি চাই * স্মৃতি * মুক্তি * পুনরায় ক্যানবেরায় * কখনো পারে না * শুধু থেকে যাব * বিরূপ * প্রতীক্ষা * কষ্ট * শেকড়ের স্বপ্ন * শোকাহত জীবনের দৃশ্যচিত্রগুলি * ঝরে যাওয়া ভালোবাসা * সকল গান তোমাকে লক্ষ্য * নগ্ন হয়ে যায় অতীতের দৃশ্যপট * যাকে তুমি গেঁথেছিলে অন্তর গভীরে * কখনো ফিরে পাওয়া যাবে না * উজ্জীবিত তোমার ঘ্রাণ * স্বদেশ ভূমিতে * সাগর দাঁড়িয়ে থাকে * চোখের আড়ালে * জীবনের অধ্যায়ে * শ্যামলে গভীরে * জীবনের দিকে * কাশীপুর: মুখার্জী বাড়ী * হাছন রাজার শহর * দ্যুতিময় বাবার স্মৃতি
কবি নির্মল চক্রবর্তী ৫ নভেম্বর ১৯৫৫ সালে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পুখরিয়া গ্রামের এক সম্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা নলিনীকান্ত চক্রবর্তী ওরফে মণীন্দ্রনাথ গােস্বামী (প্রয়াত), মা রমাবতী চক্রবর্তী (প্রয়াত)। ১৯৬৯ সালে নবম শ্রেণিতে পড়ার সময় স্বৈরাচারী আইয়ুব বিরােধী গণআন্দোলনে অংশগ্রহণ করেন । সেই থেকে আজ পর্যন্ত বাম ধারার রাজনীতির দর্শন ও প্রয়ােগের সঙ্গে জড়িত। ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে লেখাপড়া সমাপ্ত করেন। তারপর আনুষ্ঠানিকভাবে সাংবাদিকতা পেশায় যােগ দেন। এর আগে তিনি বেশ কয়েকটি দেশি-বিদেশি বেসরকারি সাহায্য সংস্থার কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। সে সময় দেশের বিভিন্ন অঞ্চলের চরের জনজীবন, ক্ষুদ্র জাতিসত্তা, উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ে প্রায় পনেরাে শত মাঠ পর্যায়ের প্রতিবেদন প্রণয়ন করেন। তৃণমূল পর্যায়ের সাংবাদিকতা বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে দেশে ও বিদেশে ব্যাপক প্রশিক্ষণ দিয়েছেন । বর্তমানে ভারতের শিলিগুড়ি থেকে প্রকাশিত দৈনিক উত্তরের সারাদিন পত্রিকায় রাজনৈতিক প্রতিবেদন লিখছেন । ইতিপূর্বে দৈনিক জনকণ্ঠ’সহ বিভিন্ন পত্রিকায় নিয়ােজিত ছিলেন । তিনি জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপাের্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫