বঙ্গবন্ধুর অনুসৃত সমাজতান্ত্রিক নীতি-আদর্শ-কর্মসূচির নিরিখে লেখা হয়েছে ‘এবং বঙ্গবন্ধুর বাকশাল’ গ্রন্থটি। হাজার বছরের শোষণে জর্জরিত বাঙলার আপামর জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের প্রত্যয়ে আজীবন আন্দোলন-সংগ্রাম করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৎকালীন প্রেক্ষাপটে ধনবাদী পথে যে সাধারণ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়ন সম্ভব নয়; এ সত্যটি সম্যক উপলব্ধি করেছিলেন বঙ্গবন্ধু। সে নিরিখে একটি শোষণহীন সমতাভিত্তিক অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রহণ করেছিলেন দ্বিতীয় বিপ্লবের নানারৈখিক কর্মসূচি। এসব কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য বিমোচনসহ আপামর জনগোষ্ঠীর ক্ষমতায়ন, মর্যাদার আসনে অধিষ্ঠান ও একটি স্বনির্ভর দেশ গড়ার উদ্যোগ নেয়া হয়েছিল। সে লক্ষ্যে প্রশাসনিক, বিচারিক ও রাজনৈতিক সংস্কারের হাত দেয়া হয়েছিল। বঙ্গবন্ধু যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেছিলেন; তা বিশে^র অনেক দেশেই সেসময় চলমান ছিল। অধিকন্তু দেশকে স্বাবলম্বী করার প্রশ্নে এ ব্যবস্থার কোনো বিকল্পও ছিল না। পরিতাপের বিষয়; আন্তর্জাতিক পুঁজিবাদীচক্র, ’৭১-এর পরাজিত শত্রু ও স্থানীয় কায়েমী স্বার্থবাদীগোষ্ঠী কর্তৃক এ গণবান্ধব উদ্যোগ কখনো সমর্থিত হয়নি। ‘বাকশাল’ নিয়ে আজও সুবিধাবাদীগোষ্ঠীর অপপ্রচার-সমালোচনা চলমান। এ ব্যবস্থা বাস্তবায়িত হলে; তা কতটা গণবান্ধব হত তা জানা যেত। কিন্তু সে সুযোগ দেয়া হয়নি। ধারাবাহিক বিরোধিতা ও ষড়যন্ত্রের মাধ্যমে শুধু এ উদ্যোগই নস্যাৎ করা হয়নি। দৃশ্যপট থেকে সরিয়ে দেয়া হয় জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেইসাথে সমাধিস্থ করা হয় এ জাতির অভিপ্রেত স্বপ্ন-সাধ। এসব বিষয়ের নিরিখেই লেখা হয়েছে গ্রন্থটি। আশা করি এ গ্রন্থ পাঠের মাধমে ‘বাকশাল’ বিষয়ক অনাহুত সমালোচনা সম্পর্কে সদাশয় পাঠককুল সম্যক ধারণা লাভ করতে পারবেন।
জন্ম এবং শৈশব-কৈশোর কেটেছে উত্তরবঙ্গের লালমনিরহাট শহরে। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। বাবা মরহুম আব্দুল ওয়াদূদ ভূঞা, মা রাজিয়া সুলতানা। পাঁচ ভাই এক বোন। স্ত্রী জেসমীন আরা, তিন কন্যা; তূর্ণা, অরণ্যা এবং পৌষী রাজকন্যাকে নিয়ে জীবনযাপন। বই পড়া ও আড্ডা দেওয়া প্রধান শখ। ছড়া ও কবিতা লেখা মূল প্রতিপাদ্য হলেও পরিবেশ, মুক্তিযুদ্ধ, ভ্রমণ, অনুবাদ এবং শিশুতোষের ক্ষেত্রেও লেখার পরিধি বিস্তৃত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমএসএস। বর্তমানে চাকরিতে নিয়োজিত। প্রকাশিত গ্রন্থ : কবিতা : শেষান্তে কিছুই হয় না আর, বদ্বীপের বেদনা, তাই যদি হবে, একটি সুন্দর রাতের জন্মদিন, সূর্যহীন তাপের ছায়ায়, অন্তর্ভাজে লুকোচুরি, কবিতায় কবি ছয়, আবৃত্তির কবিতা। ছড়া : পৌষী যাবে রেলগাড়িতে, প্রথম ছড়ার বই, এক শালিকে দুঃখ বাড়ায়, বউ কথা কও ডাকে পাখি, একটি ছোট ঘুড়ি, মেঘ মাদুরে সূর্য ঘুমায়, বিষ্টি ঝরা মিষ্টি ছড়া, সাদা পাতা লাল কবিতা, ডৎড়হম তামাশা, ছড়া কবিতায় একুশ একাত্তর, ছড়ায় ছড়ায় পরিবেশ, আমার শত ছড়া কবিতা, একুশ ও একাত্তরের ছড়া, রাঙ্গা ঠোঁটে ফোটে ফুল।