সামসুদ্দোহা বাংলাদেশের গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনের নিবেদিত রাজনৈতিক নেতা। ষাটের দশকে ছাত্রাবস্থায় জড়িত হন বাম রাজনীতির সঙ্গে। ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম প্রধান নেতা হিসেবে উনসত্তরের গণঅভ্যুত্থানে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্বে ও মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীন বাংলাদেশে তিনি কমিউনিস্ট পার্টি ও শ্রমিক আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত হন। বাংলাদেশের রাজনীতির অমসৃণ পথে অনেক পড়া-ওঠা-চলার স্বাক্ষী যেমন তিনি, তেমনি সেই পড়া-ওঠা ও ভাঙাগড়ার সক্রিয় এক অংশীও তিনি। সামসুদ্দোহা মূলত রাজনীতিক। দেশের শোষিত-বঞ্চিত মানুষের মুক্তি তথা সমাজ পরিবর্তনের পক্ষেই আবর্তিত হয়েছে তার কাজের সুযোগ তাঁর ঘটেনি। জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন সমাজের নিপীড়িত-বঞ্চিত মানুষের মুক্তির লক্ষ্যে ইতিবাচক সমাজ পরিবর্তনের আন্দোলন-সংগ্রামে। বর্তমানে অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় নেই। এ সময়ের তাঁর আবেগ-অনুভূতির নানা ভাবনাকে তিনি বিভিন্ন কবিতায় প্রকাশ করার প্রয়াস পেয়েছেন। সেইসব কিছুর প্রকাশ ঘটেছে কবিতা সংকলন ‘মুক্ত আকাশে উড়ন্ত ভাবনা’য়।