সুবর্ণপ্রভা সূত্রটি মহাযান বৌদ্ধ ধর্ম-দর্শনের একটি অমূল্য সূত্র। এটি মহাযানী বৌদ্ধদের নিকট সর্বজনীন, কল্যাণমুখি ও উত্তম জীবন প্রতিষ্ঠার উৎকৃষ্টতম উপদেশ ও নির্দেশাবলী বলে বিবেচিত। এটি অত্যন্ত মাঙ্গলিক এবং ইহকাল-পরকালের সুখ-শান্তি প্রতিষ্ঠার শিক্ষা-নির্দেশক জীবন-দর্শনও। তাই মহাযানী বৌদ্ধ দেশগুলোতে অতি শ্রদ্ধা ও ভক্তির সাথে এটিকে মান্য করা হয় এবং পূজা করা হয়। তবে এর প্রভাব শুধুমাত্র ধর্মীয় জীবন-যাপনে নয়, বরং শিক্ষা-সংস্কৃতি, আর্থ-সামাজিক এবং জাতীয় ও রাষ্ট্রীয় বহুমাত্রিক জীবন-দর্শনেও। তারই আলোকে গ্রন্থটি রচিত। সুতরাং এ সূত্র গ্রন্থে আছে পরিচায়ত্মক অধ্যয়ন, বুদ্ধ ও বোধিসত্ত¡গণের জীবনচর্যা, পারমিতা ও জীবন পরিক্রমা, ধর্মীয় বিশ^াস, দার্শনিক মতাদর্শ ও চিন্তাধারা এবং আচারনিষ্ঠ কর্মরীতি। আছে স্বর্গ-নরকের পরিকল্পনা, পাপ-পুণ্য, সুগতি-দুর্গতিভূমির সুখ-দুঃখ ও আনন্দ-বেদনা এবং বোধিসত্ত¡গণের ভূমিকাও। আরও আছে মহাযান বৌদ্ধ ধর্ম-দর্শনের আলোকে শিক্ষা-সংস্কৃতি, শিল্প-সাহিত্য-কলা এবং রাজনীতি ও আর্থ-সামাজিক নানা অবস্থার বর্ণনা ও ব্যাখ্যা। সর্বোপরি মানব জীবনের সামগ্রিক কল্যাণকর, অনুশীলনীয় এবং নির্বাণমুখি জীবন সাধনা ও ব্রত-অধিষ্ঠানাদির শিক্ষা। তাই গ্রন্থটি পাঠসহায়ক ও গবেষণাধর্মী। এটি শিক্ষক-শিক্ষার্থী এবং বৌদ্ধ ধর্ম-দর্শন অনুরাগী পাঠকদের জন্য অত্যন্ত উপাদেয় একটি গ্রন্থ।