সংগীত শাস্ত্রানুযায়ী। তাই সংগীতবিদ্যা আয়ত্ত করার জন্য সংগীতের তত্ত্বীয় ও ব্যবহারিক জ্ঞান থাকা প্রয়োজন। সংগীতের মাধ্যমেই মানবজীবনের সুখ—দুঃখ, আনন্দ—বেদনা, আশা—আকাক্সক্ষার, প্রতিফলন ঘটে। তাইতো সংগীত সর্বকালের, সর্বদেশের, সর্বজনের প্রেম, ভক্তি ও সম্মানের সর্বশ্রেষ্ঠ বিদ্যা। এই বইটিতে লেখিকা সংগীতের উৎপত্তি থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত সংগীতের নানাবিধ বিষয় অত্যন্ত নিখুঁত ও সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন। শুধু তাই নয়, বইটি স্কুল শাখার সকল শ্রেণির সংগীত বিষয়ের পাঠ্যসহায়ক গ্রন্থ হিসেবে কার্যকর ভূমিকাও পালন করবে। বইটি গতানুগতিক ধারার বাইরে প্রকাশিত একটি গবেষণামূলক বই। বইটিতে বিভিন্ন ধারার ৩০৫টি গান সংযোজিত রয়েছে। গানগুলোর বিষয়বস্তুর মাধ্যমে দেশপ্রেম, মাতৃভাষার প্রতি ভালোবাসা, দেশের ইতিহাস ঐতিহ্য, প্রকৃতি ও বিশ্ব—ভ্রাতৃত্ববোধ, মুক্তিযুদ্ধের চেতনাসহ সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটবে। আশা করি বইটির মাধ্যমে বিদগ্ধ সংগীতপিপাসু সাধারণ আগ্রহী শ্রোতারাও নানাভাবে উপকৃত হবেন। সংগীতের ব্যবহারিক জ্ঞানার্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যেমন বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটবে তেমনি অপ—সংস্কৃতির চর্চা থেকে তারা দূরে থাকতে পারবে। তাই বইটি পড়ে শিক্ষার্থীসহ যেকোনো সংগীতানুরাগী পাঠকদের উপকার হলে লেখিকার দীর্ঘদিনের পরিশ্রম সার্থক হবে।