Even as the final year of the twentieth century makes its presence felt, those in the age group of 70 and above shrink further into a frail minority. Some amongst them will perhaps still remember the Government of India Act, 1935. The statute incorporated provisions that were intended to mark a new beginning in central-provincial relations in imperial India. The reluctance of the national leadership to admit the fact notwithstanding, large chunks of our post-independ- ent Constitution, drafted during 1947-49, were lifted straight out of the 1935 Act. The nation's leaders, there is no question, were great copycats. And they obviously held in great reverence the just-departed colonial masters. Thereby hangs a tale. In quite a number of instances, the 1935 Act was actually more forward-looking than the Constitution which we, the people of India, gave unto ourselves, or the leaders gave on our behalf. To pick just one example, the 1935 Act ordained that a provincial government would be allowed to start a broadcasting station on receipt of a licence from the central govern- ment. The text of the Act could not be more explicit: yes, the centre would have to issue a licence before a provincial regime could begin to operate a broadcast- ing station, but this was just a formality; such a licence should be issued as a matter of course to whichever provincial regime applies for it. This was an emi- nently sensible approach. The British knew their oats. India constituted a far.
Ashok Mitra যােগেশচন্দ্র ও ঊষাবতী মিত্রর জ্যেষ্ঠপুত্র। জন্ম ১৯১৭। শিক্ষা প্রেসিডেন্সি কলেজ ও অক্সফোর্ডের মার্টন কলেজে। ১৯৩৯ সালে আই. সি. এস-এ যােগদান। কর্মসূত্রে বিধানচন্দ্র রায় এবং প্রশান্তচন্দ্র মহলানবীশের সান্নিধ্যলাভ। ভারত সরকারের অধীনে রেজিস্ট্রার জেনারেল ও সেনসাস কমিশনার (১৯৫৮-১৯৬৮); সেনসাসের কাজের সঙ্গে তথ্য ও সম্প্রচার বিভাগ, অসামরিক বিমান ও পর্যটন বিভাগ, এবং যােজনা কমিশনের সচিব এবং সবশেষে রাষ্ট্রপতির সচিব। (১৯৬৫-১৯৭৫)। রাষ্ট্রপতির সচিবের কাজের সঙ্গে ১৯৭২-১৯৭৫ এবং অবসরগ্রহণের পর থেকে ১৯৮৩ পর্যন্ত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সােস্যাল সায়েন্স বিভাগে অধ্যাপনা। পরে জে এন ইউ এবং ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে সম্মানিত অধ্যাপক। সােভিয়েট যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অভ সায়েন্স-এর ডি. এস-সি (সাম্মানিক)। সম্মিলিত জাতিপুঞ্জ ও বিভিন্ন আন্তজাতিক সংস্থার জনসংখ্যা বিষয়ক চর্চা বিভাগের সদস্য। ভারতের আদমসুমারি এবং জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন তথ্যের বিচার-বিশ্লেষণে অসামান্য কৃতিত্ব। বিশিষ্ট শিল্প-সমালােচক। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় নানা গ্রন্থ রচনা : Census Report of West Bengal 1951, The Tribes and Castes of West Bengal, District Gazetteers, Three Score and Ten I & II, তিন কুড়ি দশ, পশ্চিম ইওরােপের চিত্রকলা, ছবি কাকে বলে, ইত্যাদি। রবীন্দ্র পুরস্কারে সম্মানিত (১৯৯৪)।