পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার শত্রু কিংবা বন্ধু নেই। তবে তা একজাতীয়ও হতে পারে আবার নাও হতে পারে। তবে এই শত্রুতা আর বন্ধুত্বতা আছে বলেই এই প্রাণগুলো বেঁচে থাকার প্রয়াস পায়। এহছানুল মালিকী’র এই ‘ছায়াশত্রু’ বইটি সম্পূর্ণ মানুষ কেন্দ্রিক। বারোটি গল্প নিয়ে তিনি তার এই গ্রন্থতে উপস্থাপন করেছেন। লেখকের এই বইটি পড়লে সহজেই অনধাবন করা যায় যে, তিনি একজন সামাজিক গল্পকার। সমাজের বাস্তব চিত্রগুলো তিনি খুটিয়ে খুটিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমাদের সমাজে পর-আপন, বন্ধু-শত্রু’র অভাব নেই। খালি চোখে আমরা আপনজন বা বন্ধুকে বন্ধুই দেখি। কিন্তু অনেক সময় তারা আপনজনের চক্ষুরআরালে তার জীবন নাশ বা বিশিয়ে তুলে তারই প্রতিচ্ছবি এই ‘ছায়াশত্রু’ বইটি। তার প্রথম গল্প আপনজনে দেখা যায়, গ্রামের এক বালিকা আদালতে তার সাধু চাচার বিরুদ্ধে খুনের নালিশ করছে। ম্যাজিস্টেট তার কথা শুনে পরবর্তীতে নিজে তদন্ত করতে গিয়ে হামলার স্বিকার হন। ছায়শত্রু এক পারিবারিক শিক্ষনীয় গল্প, তদ্রুপ অসময়ের কান্নায় সময়ের কাজ অসময়ে করলে তার ফলাফল। রক্তের মূল্য, নেতার পলিসি, দ্বিতীয় বিবি ইত্যাদি লেখক প্রতিটি গল্প বাস্তবাতার আকারে সাবলিল ও সহজ ভাষায় লিখেছেন। আশা রাখি পাঠক পড়তে পড়তে গল্পের ভিতর ঢুকে যাবে ও তার গল্প পড়ার সাধ মিটবে।
ড. আ. ন. ম এহছানুল মালিকী। জন্ম : ঢাকার মুগদাপাড়া। পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ বেতারে সংবাদ উপস্থাপনার পাশাপাশি তিনি ‘বাংলাদেশ প্রতিবেদনের’ একজন সিনিয়র সাংবাদিক। এছাড়াও তিনি দৈনিক পত্রিকা ও মাসিক পত্রিকায় লেখালেখিতে রয়েছেন। তার সর্বপ্রথম ২০২০ সালে একুশের বইমেলাতে ‘মুক্তিরপথের অগ্রদূত : নেতাজি সুভাষ (সম্পাদিত), ২০২১ সালে উপন্যাস ‘ভালোবাসার পাঞ্চক্লিপ, ২০২১ সালে ‘বাবাবৃক্ষ’ (সম্পাদিত), ২০২১ সালে ‘সম্পর্কের বৃত্ত’ (সম্পাদিত), ২০২১ সালে ‘হেরার জ্যোতি’ (সম্পাদিত), ২০২১ সালে নীতিতে আপোষহীন বঙ্গবন্ধু শেখ মুজিব (সম্পাদিত) প্রকাশিত হয়। তিনি ২০২১ সালে নবকন্ঠ প্রকাশনী হতে সেরা লেখক ও ২০২২ সালে উপন্যাস ‘ভালোবাসার পাঞ্চক্লিপ’-এর জন্য বাংলাদেশ তারুণ্য সাহিত্য একডেমি হতে সেরা কবি-লেখক সম্মাননা পান। [email protected]