নীল বসন্তে তোমার ফেটেছে আকাশ আমার শরীর পেয়েছে প্রিয় রোদ অগ্নিবর্ণ হয়ে গেছে সূর্য ও সময়। সময়ের এক চোখে ছানি ছিল, আরেক চোখে শুধু ড়্রপসীন তাপ জ্বালা গ্লানি থেকে পেয়েছে সে পরিত্রাণ। আমি সূর্যের ক্রদ্ধ বিরুদ্ধতা ঠেলে ফিনফিনে আলোয় মেলে দিয়েছি আমার দু'চোখ তোমার রঙ্গমঞ্চে দেখেছি মৃত অন্ধকার। দৃশ্যকে নিহত করে চলে গেছে সময় তুমি পাথরের মতো পড়ে আছ আমি কথা রাখতে পারিনি। কেন বলতো মানুষ শতচ্ছিন্ন সূর্যের দোষে মুছে ফেলে সমুজ্জ্বল সব পৌঁছায় অন্ধকারের তৃপ্ত বোধে? চুপ থাকাটাই যেন সব উত্তর তোমার মন্দিরে আরতি নেই ধূপে ছাই আমার। তবু দেখ প্রত্যাশিত আলিঙ্গনে শান্তিছায়া অঙ্গীকারের উষ্ণতায় প্রগাঢ় জীবন আমাকে ছুঁয়ে আছ তুমি। মনের মধ্যে জমেছে অসংখ্য ঝোপ-ঝাড় অপমানের দাঁতে কাটছি প্রেম হৃদয় ভিজছে অকাল বৃষ্টিপাতে। ফুল শুকিয়ে গন্ধহীন করেছে বসন্ত শিমুল উড়তে চেয়েছে নিরুদ্দেশ। আমি যখন তোমার ছবি হৃদয় মাঝে আঁকি তখন তুমি খোঁজো অন্য কোন রঙিন পাখি, একটুখানি আমি যদি বকি হাজার হাজার মৌমাছিরা তেড়ে আসছে দেখি। ভাবো না তুমি, দিচ্ছো কারে ফাঁকি নিজের পায়ে কুড়াল মেরে ,আহা করো উচ্চস্বরে, চেতনা যখন আসবে ধড়ে গোধূলি লগ্নে আঁধার তোমার দ্বারে। খেয়াঘাটে আছে নাও, মাঝি নেই ধারে কুয়াশার আঁধারে হারিয়েছ তারে, মাঝে ,মাঝে ,ভেসে আসে ,অস্পষ্ট আওয়াজ জোরে শিশির বিন্দু হয়ে ঝরে পড়ে ভোরে। সকালে মাড়িয়ে যাও, পা ফেলে দ্বারে কখনো কি ভেবেছ? শিশির বিন্দু থাকবে কতক্ষণ দূর্বাঘাসের পরে। যতক্ষণ দেখো তারে তৃপ্তি সহকারে রাখিও মণিমুক্তা খচিত হারে, অনাবিল শান্তি ঝরিবে অঝোরে শিশির বিন্দু- ই মণি মুক্তা রূপে দূর্বা ঘাসের পরে। বিরহের ব্যথা দিয়ে যাচ্ছ কোথায় তুমি, তোমার জন্য অপেক্ষায় বসে আছি আমি। তোমার পন্থে চেয়ে গুনি প্রহর, তুমি কি লও প্রিয়া আমার মনের খবর। তুমি বিহনে আমার সবই অন্ধকার, আমার জীবনে শূন্যতায় তোমার দরকার। তুমি হয়তো ভুলে গেছো অতীতের স্মৃতি, আমি তো ভুলিতে পারি নাই তোমার আদর সোহাগ প্রীতি। তোমার স্মৃতি স্মরণে হয় যন্ত্রণা, আশাতে আশায় থাকি তুমি দিবে সান্ত্বনা। সময় ফুরিয়ে চলে যায় দিন, আমি কি পারিব শোধ করিতে তোমার ঋণ। তুমি দাও না আমায় কথা বলার সুযোগ, তোমায় বিহনে আমায় ধরেছে মরণ ব্যাধি রোগ। তোমায় পেলে আমার হবে সুখ, তুমি কি কখনো দেখবে না আমার মূখ। আমি ছটফট করি তোমার প্রেমের পিপাসায়, আসোনা বেরিয়ে দেখো আমায় দেখা যায়। অভিমান করে তুমি করো না ভুল, আমি যে তোমায় ছাড়া পাবো না কুল। তুমি তো বলেছিলে যাবে না ছেড়ে, তোমার প্রেমে পাগল হয়ে মন নিলে কেড়ে। আমায় ছেড়ে তুমি নিতে চাও চিরবিদায়, একথা শুনে আমি পড়েছি বিষম দায়। তবুও যদি চলে যাও নেই আমার বাধা, দোয়া করি পরজীবনে তুমি হবে আমার রাধা।