পুরনো ও নতুন কবিতা এবং অন্যান্য প্রসঙ্গে” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা: আধুনিক বাংলা কবিতা নিয়ে এদেশের বিস্তর লেখালেখি হলেও মধ্য-আশিতে তিরিশ দশকীয় এই কবিতাধারার আগাম মৃত্যুসংবাদ ঘােষণা করেন তিনি, শনাক্ত করেন প্রথা বা প্রচলিত (তাঁর ভাষায় পুরােনাে) কবিতার মৌল প্রবণতাসমূহ, এমনকি প্রথাবিরােধী নতুন কবিতার ভাষা ও প্রকরণের আভাসও তিনিই দেন বিভিন্ন সময়ে রচিত তাঁর গদ্যে, প্রবন্ধে। আজ অব্দি যে-সব গদ্য বা প্রবন্ধ তিনি লিখেছেন বিভিন্ন লিটল ম্যাগাজিন, সাময়িকী ও দৈনিক কাগজে তা থেকে নির্বাচিত কয়েকটি নিয়েই এই প্রবন্ধ-গ্রন্থ। কবিতার ভাষা, প্রকরণ ও নান্দনিক বিভিন্ন পর্যায় নিয়ে অনুপুঙ্খ বিশ্লেষণ কেবল নয়, বাংলা কবিতার ছন্দ সম্পর্কেও এ-গ্রন্থে রয়েছে কবি ও কবিতা-পাঠকদের জন্য অপরিহার্য এক রচনা। শুধু তাই নয়, জীবনানন্দ দাশের একটিমাত্র কবিতা কেবল ‘বনলতা সেন' কীভাবে নিয়ন্ত্রণ করে চলেছে আধুনিক বাংলা কবিতাকে তা নিয়ে রয়েছে এক অশ্রুতপূর্ব পর্যবেক্ষণও। প্রথাবিরােধী ও নিরীক্ষাপ্রবণ এই কবির প্রতিটি রচনায়, এমনকি গ্রন্থালােচনাতেও কবিতার চেয়ে প্রাধান্য পেয়েছে কবিতার শৈল্পিক সৌকর্য, নতুন নতুন উপলব্ধি ও অভিজ্ঞতার নানা দিক এবং পুরােনাে ও নতুন কবিতার ভিন্নতর ভাষা ও প্রকরণ-কৌশলের বহুবিচিত্র উপাদানসমূহ। যে-কারণে, প্রতিটি রচনাই জন্ম দেয় নতুন চিন্তা ও উপলব্ধির— যা প্রথা ও প্রথাবিরােধী সকল কবি ও কবিতা-পাঠকের জন্য অবশ্য পাঠ্য।
তার বর্ণনাভঙ্গি এতােই সংক্রামক যে সেই আচ্ছন্নতা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে পাঠকের পক্ষে, এমনকি পাঠের অনেক পরেও যে কোনাে ছন্দেই তিনি অনায়াস। এমন অনেক ছন্দও তিনি ব্যবহার করেছেন যার উদাহরণ বাংলা কবিতায় বিরল। পদ্য বা গদ্য- যে-কোনাে রচনায় বরাবর সৃষ্টিশীল এবং প্রথাবিরােধী এই কবি-লেখকের জন্ম ঢাকায়, ১৯৫৯ সালের ২২ জানুয়ারিতে। বড় হয়েছেন। পুরােনাে ঢাকার জিন্দাবাহারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ফরিদ কবির মাস্টার্সে পড়লেও পরীক্ষা দেননি। মুদ্রণ ব্যবসা দিয়ে জীবিকা শুরু করলেও পেশা বদল করেছেন বারবার। ব্যবসা ছেড়ে চাকরি করেছেন ব্যাংকে, সেটা ছেড়ে যােগ। দিয়েছেন সাংবাদিকতায়; সহকারী সম্পাদক ও অতিথি সম্পাদক হিসেবে কাজ করেছেন দৈনিক ‘জনপদ’, ‘আজকের কাগজ, ভােরের কাগজ ও ‘আমাদের সময়’-এ। আর, এখন আছেন। জনসংযােগ পেশায়, বাংলাদেশ ডায়াবেটিক সমিতিতে। এ ছাড়াও, সম্পাদনা করেছেন শিল্পসাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সাপ্তাহিক ‘কাগজ’ ও মাসিক নতুনধারা। কবিতা, প্রবন্ধ, অনুবাদ ও সম্পাদনাসহ তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২৫টি। ঝর্ণা ইয়াসমীন তার স্ত্রী এবং মুগ্ধ চন্দ্রিকা তার একমাত্র মেয়ে।