সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁরই প্রশংসা করি, তাঁর নিকটে-ই সাহায্য চাই, এবং তাঁর কাছে-ই ক্ষমা চাই। আমরা আমাদের অন্তরের কু প্রবৃত্তিসমূহ হতে এবং খারাপ আমল হতে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ্ যাকে সৎপথে চালান, তাকে পথভ্রষ্ট করার কেউ নেই, আর যাকে বিপদগামী করেন তাকে সৎপথে আনার কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া (সত্য) কোন ইলাহ্ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই । আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রসূল। আল্লাহ্ তাঁর উপর, এবং তাঁর বংশধর, তাঁর সাহাবাগণ ও কিয়ামত পর্যন্ত যত লোক তাদের এ সৎপথের অনুসরণ করবে তাদের সকলের উপর অগণিত দরূদ ও সালাম বর্ষণ করুন। আল্লাহ্ তায়ালার কাছে তাঁর উত্তম নামসমূহ এবং উৎকৃষ্ট গুণাবলীর অসীলায় প্রার্থনা করি, তিনি যেন এ কাজ তাঁরই সন্তুষ্টির জন্য খালেসভাবে কবুল করে নেন, আর এর দ্বারা যেন তিনি ইহলৌকিক ও পরলৌকিক জীবনে উপকৃত করেন। আর যে ব্যক্তি এ বইটি পড়বে, অথবা ছাপাবে কিংবা এর প্রচারের কারণ হবে তাকেও যেন তিনি উপকৃত করেন। নিশ্চয় পবিত্র মহান সত্তা এ কাজের অধিকারী এবং তার উপর পূর্ণ ক্ষমতাবান। (মহান) আল্লাহ্, রহমত ও শান্তি বর্ষণ করুন আমাদের নাবী মুহাম্মাদ -এর উপর, তাঁর বংশধর, তাঁর সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করবে তাদের উপরও।