পাইথন একটি বহুমুখী, উচ্চ-কর্মক্ষমতা এবং সহজে শেখার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। যা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর ব্যবহার এবং শেখার সরলতা, বহুমুখীতা, কর্মক্ষমতা, ডেটা বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক কম্পিউটিং এর জন্য শক্তিশালী সাপোর্ট, বৃহৎ এবং সক্রিয় কমিউনিটি, অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং পাইথনকে অনন্য মর্যাদায় নিয়ে গেছে৷ তাই হুহু করে বাড়ছে পাইথনের চাহিদা৷ যুগের সঙ্গে তাল মেলাতে প্রোগ্রামিং এর জগতে নিজেকে অত্যাধুনিক রাখতে পাইথন শিখুন, নিজেকে অগ্রগামী রাখুন৷ এই বইটি মূলত পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজর প্রাথমিক ও মৌলিক বিষয়গুলো শেখানোর জন্য তৈরি করা হয়েছে। বইটিতে মৌলিক ধারণা, সিনট্যাক্স, ভেরিয়েবল, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ, ফাংশন, লিস্ট, ডিকশনারি, ফাইল হ্যান্ডলিং, মডিউল, প্যাকেজ, ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম, নাম্পাই লাইব্রেরি ও বেশ কিছু মজার প্রবলেম সলভিং ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে। যারা নতুনভাবে প্রথম কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শেখা শুরু করতে চাচ্ছেন বা পাইথনে প্রোগ্রামিং শেখার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য বইটি আদর্শ হতে পারে। তবে আপনি যদি অন্যান্য ভাষায় প্রোগ্রাম করে থাকেন এবং সেই জ্ঞানের আলোকে পাইথন শিখতে চান তাহলে বইটি হবে আপনার উপযুক্ত গাইড।
আকছাদুর রহমানের বাড়ি মেহেরপুর জেলার মেহেরপুর সদরে। বাবা মো. আব্দুল মুছাব্বের বিশ্বাস। মা মোছাম্মৎ আফরোজা বেগম। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে অনার্স ও মাস্টার্স করেছেন। পরবর্তী সময়ে আইবিএম এইচ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পড়াশোনা করেছেন। তারও পরে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেছেন। সফটওয়্যার কোডিং, পরিকল্পনা, ডিজাইন, কাস্টমাইজেশন, বাস্তবায়ন, প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণে প্রায় ২০ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন। Python, C, C++, C# Net, SQL সার্ভার, ভিজ্যুয়াল বেসিক এবং ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশনের জন্য ASP.Net PHP, MySQL, HTML5-এ বিশেষায়িত। এ ছাড়াও ডেটা সায়েন্স, মেশিন লার্নিং অ্যালগরিদম, UML ডাইয়াগ্রাম ও সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এ বিশেষ পারদর্শী। ফিন্যান্সিয়াল, ব্যাংকিং, সেলস ম্যানেজমেন্ট, কাস্টমার সাপোর্ট এবং হাসপাতাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ইত্যাদি অ্যাপ্লিকেশনে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। প্রজেক্ট ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজারসহ লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, QA ইঞ্জিনিয়ার ও সাপোর্ট স্পেশালিস্ট পদে দীর্ঘ সময় ধরে ইজেনারেশন, ডেটাবিজ সফটওয়্যার, মিডিয়াসফট, আখতার গ্রুপ, HRC টেকনোলজি লিমিটেড, ISN ইত্যাদি কোম্পানিতে চাকরির অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে কনসালট্যান্সির পাশাপাশি ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ের ওপর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ (UIU) বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (PGD) ও অন্যান্য কোর্সে শিক্ষকতা করছেন। শৈশব থেকেই লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন ও সেবামূলক কাজের সঙ্গে জড়িত। তিনি একজন স্কাউট। ১৯৯৪ সালে বাংলাদেশ স্কাউটের পক্ষ থেকে তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে "প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছেন। 'সবার জন্য পাইথন' লেখকের কম্পিউটার ও টেকনোলজি বিষয়ে লেখা প্রথম বই। এর আগে বিভিন্ন পাবলিকেশন থেকে ছোটদের জন্য লেখা লেখকের বেশ কিছু ছড়া ও গল্পের বই প্রকাশ পেয়েছে।