কা’বা ঘর বিশ্বের মধ্যে পবিত্রতম স্থান। প্রতিবছর লক্ষ লক্ষ ধর্মপ্রান মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে আল্লাহর নির্দেশে ছুটে যায় কা’বা ঘরে হজ্জ ও উমরা পালনের উদ্দেশ্যে। প্রতিটি মানুষ কা’বা ঘরকে জীবনে একবার দেখা বা স্পর্শ করার জন্য ব্যাকুল হয়ে থাকে। সেই কা’বা ঘর ও এর সাথে সংশ্লিষ্ট স্থাপনাসমূহ সম্পর্কে সবার ধারণা থাকা দরকার। এছাড়া হজ্জ ও উমরার জন্য যে সকল কার্যক্রম এ ঘরের সাথে সম্পৃক্ত হয়ে রয়েছে সে বিষয়গুলো মানুষের জানা অতীব জরুরি। লেখক এ বইটিতে ছোট ছেলেমেয়েদের জন্য সে বিষয়গুলো অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেছেন। ছোটবেলা থেকে কা’বা ঘর সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে যখন কোন শিশু বড় হতে থাকে পরিণত বয়সে তার জন্য হজ্জ ও উমরা করা অতি সহজ ও আনন্দময় হয়ে উঠে। কার্যক্রমগুলোর সাথে সাথে ছবি সংযোজন করে তা আরও বোধগম্য, বাস্তব ও প্রাণবন্ত করা হয়েছে। ছোট ছেলেমেয়েদের জন্য এটি একটি অত্যন্ত উপকারী পুস্তক হবে বিশ্বাস নিয়ে আমি বইটি প্রকাশে আগ্রহী হয়েছি। আমি আরও মনে করি এ বইয়ের বিষয়বস্তু উপস্থাপনার সাথে সংশ্লিষ্ট ছবি সংযোজন শুধু ছোট ছেলেমেয়ে নয় তার সাথে তাদের বাবা-মা-দেরও উদ্বুদ্ধ করবে এবং তাদের জানার পরিধি বিস্তারে সহায়ক হবে।