পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের পশুপাখি জীবজন্তু দেখে থাকি। আল্লাহ বলেন, আমি কোন কিছুই বিনা কারণে সৃষ্টি করিনি (সূরা সোয়াদ ৩৮:২৭)। ‘আল-কুরআনে পশুপাখি ও জীবজন্তু’ বইটি লেখক এমন ভাবে তৈরি করেছেন যাতে ছেলেমেয়েরা আনন্দের সাথে এ বইটি উপভোগ করতে পারে। পশুপাখি ও জীবজন্তুগুলোর নাম বাংলা, ইংরেজী ও আরবিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ছবি সংযোজন করে তা ছেলেমেয়েদের জন্য আকর্ষণীয় করে তোলা হয়েছে। এ থেকে শিশুমনে পশুপাখি ও জীবজন্তু সম্পর্কে সুন্দর ও সুস্পষ্ট ধারণা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এ বইটি থেকে ছোট ছোট ছেলেমেয়েরা পবিত্র কুরআনে যে সমস্ত পশুপাখি ও জীবজন্তু নিয়ে আলোচনা হয়েছে সেই সূরার নাম ও আয়াতসহ তাদের কার্যক্রম জানতে পারবে। সন্তানদের পড়ানোর পাশাপাশি বাবা-মা নিজেরাও বিভিন্ন জীবের সৃষ্টির কারণ, তাদের কার্যক্রম বা উপকারিতা ইত্যাদি বিষয়ে পবিত্র কুরআনের আলোকে সুস্পষ্ট ধারণা অর্জন করতে সক্ষম হতে পারে। সে বিবেচনায় প্রতিটি পরিবারে এই বইটির আকাঙ্ক্ষা ও উপযোগিতা থাকবে বলে আমি মনে করি। ছোট ছেলেমেয়েদের জন্য এটি একটি অত্যন্ত উপকারী ও জ্ঞান বৃদ্ধির পুস্তক হবে বিশ্বাস নিয়ে আমি বইটি প্রকাশে আগ্রহী হয়েছি। আমি আরও মনে করি এ বই পড়ে ছোটবেলা থেকেই শিশুরা কুরআন পাঠে আগ্রহী হবে। আল্লাহ আমাদের সহায় হোন। মহান আল্লাহ আমাদের এ প্রচেষ্টাকে সফল করুন এবং সকলের সহযোগিতার জন্য উত্তম প্রতিদান দান করুন। আমিন!