আমার অনুরোধে সাড়া দিয়ে যাঁরা শত ব্যস্ততার মধ্যেও মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতার কথা বলেছেন-লিখেছেন, তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। মুক্তিযুদ্ধ বিষয়ক এ ধরনের স্মৃতিকথা লিখা বা বলার জন্য অনেকের দ্বারস্থ হতে হয়েছে। অনেকে লিখতে চেয়েও নানাবিধ অসুবিধার কারণে লিখতে পারেননি। অনেকে অসঙ্গতিপূর্ণ তথ্য দেওয়ায় তাদের লেখা পরিহার করতে হয়েছে। মুখ্যত এই গ্রন্থের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধকালের বিপর্যয়কর পরিস্থিতির বাস্তবতা তুলে ধরতে চেয়েছি। সে সময় এ জাতির একটি প্রজন্মকে কীভাবে বেঁচে থাকতে হয়েছিল, কতটা প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে হয়েছিল, কতটা সংকটাপন্ন অনিশ্চিত সন্ত্রস্ত প্রহর পার করতে হয়েছিল, একটি স্বাধীন জাতির জন্মলগ্নের প্রসব বেদনার কতটা উত্তাপ সইতে হয়েছিল; সে সম্পর্কে নবপ্রজন্মকে অবহিতকরণের তাগিদ থেকেই মুখ্যত এ প্রয়াস। ইতোপূর্বে ২০১৭ সালে 'কথা ৭১' নামে এ ধরনের একটি গ্রন্থ 'কথাপ্রকাশ' হতে প্রকাশ হয়েছিল। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্ব হিসেবে '৭১ কথা' শিরোনামে এ গ্রন্থটি প্রকাশের উদ্যোগে নেওয়া হয়েছে। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন আইউব আল আমিন, 'নালন্দা প্রকাশনী'র স্বত্বাধিকারী জনাব রেদওয়ানুর রহমান জুয়েল গ্রন্থটি প্রকাশের দায়িত্ব নিয়েছেন, তাঁদের উভয়ের প্রতি কৃতজ্ঞতা রইল
জন্ম এবং শৈশব-কৈশোর কেটেছে উত্তরবঙ্গের লালমনিরহাট শহরে। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। বাবা মরহুম আব্দুল ওয়াদূদ ভূঞা, মা রাজিয়া সুলতানা। পাঁচ ভাই এক বোন। স্ত্রী জেসমীন আরা, তিন কন্যা; তূর্ণা, অরণ্যা এবং পৌষী রাজকন্যাকে নিয়ে জীবনযাপন। বই পড়া ও আড্ডা দেওয়া প্রধান শখ। ছড়া ও কবিতা লেখা মূল প্রতিপাদ্য হলেও পরিবেশ, মুক্তিযুদ্ধ, ভ্রমণ, অনুবাদ এবং শিশুতোষের ক্ষেত্রেও লেখার পরিধি বিস্তৃত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমএসএস। বর্তমানে চাকরিতে নিয়োজিত। প্রকাশিত গ্রন্থ : কবিতা : শেষান্তে কিছুই হয় না আর, বদ্বীপের বেদনা, তাই যদি হবে, একটি সুন্দর রাতের জন্মদিন, সূর্যহীন তাপের ছায়ায়, অন্তর্ভাজে লুকোচুরি, কবিতায় কবি ছয়, আবৃত্তির কবিতা। ছড়া : পৌষী যাবে রেলগাড়িতে, প্রথম ছড়ার বই, এক শালিকে দুঃখ বাড়ায়, বউ কথা কও ডাকে পাখি, একটি ছোট ঘুড়ি, মেঘ মাদুরে সূর্য ঘুমায়, বিষ্টি ঝরা মিষ্টি ছড়া, সাদা পাতা লাল কবিতা, ডৎড়হম তামাশা, ছড়া কবিতায় একুশ একাত্তর, ছড়ায় ছড়ায় পরিবেশ, আমার শত ছড়া কবিতা, একুশ ও একাত্তরের ছড়া, রাঙ্গা ঠোঁটে ফোটে ফুল।