উপন্যাসটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বন্ধুর বিশ্ববিদ্যালয়ের জীবনযাপন, তাদের হাসি—কান্না, দুঃখ—কষ্ট, আনন্দ—বেদনা, প্রেম—ভালোবাসা এবং পাওয়া—না—পাওয়া নিয়ে লেখা। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শুভকে নিয়েই পুরো গল্পটি আবর্তিত। পাশাপাশি শুভর পরিবার এবং তার পছন্দের মানুষ রাত্রিসহ অন্যান্য বন্ধুর পরিবারের পারিবারিক কাহিনি নিয়ে লেখা হয়েছে ‘তুই থেকে তুমি’ উপন্যাসটি। শুভ এবং রাত্রি দুজনই খুব ভালো বন্ধু। ভালোবাসে একে অন্যকে। কিন্তু কখনো মুখ ফুটে একে অন্যকে তাদের মনের ভালোবাসা প্রকাশ করার সাহস হয় না। তারা দুজন একে অন্যকে তুই বলেই সম্বোধন করে। মনে মনে তারা স্বপ্নের জাল বুনে। একদিন তারা তুই নয়, একে অন্যকে তুমি বলে সম্বোধন করবে। শুভ আর রাত্রি ছাড়াও তাপস আর সুইটিরও প্রেমের গল্প রয়েছে। রয়েছে মামুন, রুবেল, ফেরদৌস আর পাভেলের বিশ্ববিদ্যালয়ের জীবনযাপনের কাহিনি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে থানা পুলিশ সবই গল্পের প্রয়োজনে যুক্ত রয়েছে ‘তুই থেকে তুমি’ উপন্যাসটিতে। আমার লেখা অন্যান্য উপন্যাসের মতো ‘তুই থেকে তুমি’ উপন্যাসটিও পাঠকমহলে সাড়া ফেলবে বলেই আমার বিশ্বাস। লিখতে গিয়ে কিছু ভুল—ত্রুটি হয়তো রয়ে গেছে। উদাসীন পাঠকের দৃষ্টি সেসব ভুল এড়িয়ে যাবে, এই যা সামান্য প্রত্যাশা আমার।