"গ্রাম শহরের কাছে না গেলেও শহর এখন ঢুকে পড়ে গ্রামের মধ্যে। মুক্তবাজার পুঁজিবাদী রাষ্ট্র মানেই ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবাধ লুটের লাইসেন্স দেওয়া। প্রাথমিক পুঁজি সংগ্রহের জন্য অবাধ লুণ্ঠন পুঁজিবাদ নির্মাণের শর্ত হিসেবে গ্রহণ করা হয়। ইউরোপ এই পুঁজি সংগ্রহ করেছিল এশিয়া-আফ্রিকা-লাতিন আমেরিকার দেশগুলোকে লুণ্ঠনের মাধ্যমে। বাংলাদেশের সেই সক্ষমতা নেই। তাই তারা লুঠ করে দেশেরই সম্পদ, জঙ্গল, নদী, পাহাড়, খনি, আর শ্রমজীবী মানুষের শ্রম। সেই লুণ্ঠনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন আমাদের দেশে অনুপস্থিত। তবে স্থানীয়ভাবে কিছু দেশপ্রেমিক মেরুদণ্ডসম্পন্ন তরুণ রুখে দাঁড়ায়। অবধারিতভাবেই তারা পরাজিত হয় অসম যুদ্ধে। কিন্তু আমাদের জাতির হাজার বছরের ইতিহাস বলে যে পরাজয় শেষ কথা নয়। প্রতিবাদ এবং বারবার রুখে দাঁড়ানোই সত্য এবং গুরুত্বপূর্ণ। শাহমুব জুয়েলের ‘জলতৃষ্ণা’ আপাতদৃষ্টিতে পরাজয়ের পাশাপাশি সেই অবিনাশী প্রতিরোধের সংকল্পটিকেই সামনে এনেছে। উপন্যাসটি এই কারণেই আমার কাছে গুরুত্বপূর্ণ একটি প্রচেষ্টা হিসেবে পরিগণিত। লেখকের ভাষা এবং আখ্যান-বয়নে পরিশ্রমের ছাপ রয়েছে। সবমিলিয়ে বলা যায়, শাহমুব জুয়েলের উপন্যাস ‘জলতৃষ্ণা’ নতুন প্রজন্ম লেখকদের প্রতি আশাবাদী চিন্তার ফসল। জাকির তালুকদার কথাসাহিত্যিক"
শাহমুব জুয়েল : জন্ম ০৯ জানুয়ারি, ১৯৮৫ খ্রি. চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার হাঁসা গ্রামে। লেখকের সম্পাদিত লিটলম্যাগ 'বৰ্ণিল'। কবিতাগ্রন্থ : ‘কাঁচা রোদের সন্ধানে' (২০১৭), 'মুখোমুখি আহ্লাদী চিবুক’ (২০১৭), ‘বাংলা ব্যাকরণ : উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ (২০১৭), “উচ্চ মাধ্যমিক সৃজনশীল বাংলা প্রথম পত্র' (২০১৭); গল্পগ্রন্থ : ‘অথৈ সময়ের শ্বাস' (২০১৮); প্রবন্ধগ্রন্থ : ‘কথাসাহিত্যে রাজনৈতিক দর্শন ও বিবিধ প্রবন্ধ' (২০১৯); উপন্যাস : ‘সবুজডানা' (২০২০), ‘সমুদ্রগামিনী' (২০২০), 'গিরিকন্যা' (২০২১)। তিনি শিক্ষকতা ও সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় কবিতা, গল্প, সাহিত্যসমালোচনা, নিয়মিত কলাম ও ফিচার লিখছেন। টেলিভিশনে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।