বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল অত্যন্ত তাৎপর্য ও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ রাষ্ট্রের আজকের যেসব অর্জন এর প্রাথমিক ভিত্তি ছিল বঙ্গবন্ধুর শাসনামল । বঙ্গবন্ধুর শাসনামলে যেসব উদ্ভাবন ও অর্জন তা তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের দর্শন ও ভাবনার ফসল । যে উদার অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন ১৯৪৮ সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালে জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা পর্যন্ত তিনি দেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতার পর বাস্তবায়নের চেষ্টা করেন। বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে গবেষণা অপ্রতুল বিধায় এ গ্রন্থের অবতারণা । গ্রন্থটি দুই খণ্ডে বিভক্ত। শুরুতে বছর, তারিখ অনুযায়ী বঙ্গবন্ধুর শাসনামলের অভ্যন্তরীণ ঘটনাপঞ্জি এবং দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক ঘটনাপঞ্জির তথ্য সন্নিবেশ করা হয়েছে। অভ্যন্তরীণ ঘটনাবলির মধ্যে স্বাধীন বাংলাদেশের নতুন যাত্রা, সংবিধান প্রণয়ন, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, প্রশাসনিক, শিক্ষা ও অর্থনৈতিক সংস্কার, সাহিত্য ও সংস্কৃতি আলোচিত হয়েছে। আন্তর্জাতিক ঘটনাপঞ্জিতে স্থান পেয়েছে নব্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের স্বীকৃতি, ভারতীয় সৈন্য প্রত্যাহার, বাঙালি শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন, জাতিসংঘ ও অন্যান্য সংস্থায় বাংলাদেশ, বিশ্বের পরাশক্তি, পশ্চিমা বিশ্ব, পূর্ব ইউরোপ, দূরপ্রাচ্য, মুসলিম বিশ্ব, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভৃতি। বঙ্গবন্ধুর শাসনামল সম্পর্কে বিস্তারিত তথ্য-উপাত্তের পরিবর্তে গবেষণার উপাদান তুলে ধরা গ্রন্থের মূল লক্ষ্য। দেশের প্রশাসক, রাজনীতিবিদ, নীতিনির্ধারক, শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের (১৯৭১-১৯৭৫) ইতিহাস সম্পর্কিত ঘটনাবলির পূর্ণাঙ্গ তথ্য-উপকরণ জানতে গ্রন্থটি সহায়ক হবে।
Title
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল (১৯৭১-১৯৭৫) - প্রথম খন্ড
স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে স্নাতকোত্তর পরীক্ষায় ১ম শ্রেণিতে ২য় স্থান লাভ করেন। বিসিএস (প্রশাসন) সার্ভিসে নির্বাচিত হয়ে তাতে যোগদান না করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ১৯৮৭ সালে প্রভাষক পদে যোগ দেন। ১৯৯০ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বর্তমানে ইতিহাস বিভাগের অধ্যাপক, কলা অনুষদের ডিন এবং ভাষা শহীদ বরকত জাদুঘর ও সংগ্রহশালার পরিচালক। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, বাংলাদেশ ইতিহাস সমিতির কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। মুক্তিযুদ্ধ, স্থানীয় ইতিহাস এবং বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক তাঁর গবেষণা ও লেখালেখির বিষয়। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থ সংখ্যা ৩১। উল্লেখযোগ্য গ্রন্থ : মুক্তিযুদ্ধ গ্রন্থপঞ্জি, ভাবনায় মুক্তিযুদ্ধ চেতনায় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাসচর্চা, মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস (৩ খণ্ড), সভ্যতার ইতিহাস ১৯০৫-১৯৭১, আফ্রিকার ইতিহাস, বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শন, ভাষা আন্দোলনের আঞ্চলিক ইতিহাস, বীরাঙ্গনা বীরমাতাদের জবানীতে একাত্তরের ভয়াল স্মৃতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুসলিম বিশ্ব। যৌথভাবে লেখা ও সম্পাদিত গ্রন্থ মুক্তিযুদ্ধে ঢাকা ১৯৭১, মুক্তিযুদ্ধে শহীদ আইনজীবী, আগরতলা মামলার অনুচ্চারিত ইতিহাস ও শহীদ সার্জেন্ট জহুরুল হক, আফ্রিকার ইতিহাস, বাংলাদেশ ও বহির্বিশ্ব। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে লেখকের ৫০টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য রোটারী ইন্টারন্যাশনাল সম্মাননা এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৪’ লাভ করেন।