ইতিপূর্বে আমার প্রকাশিত অন্যান্য বইয়ের মধ্যে একটি কিশোর গল্পও রয়েছে। বইটির নাম ‘বল্লার দংশন’। এ বইটি প্রকাশ হওয়ার পর পাঠকদের কাছ থেকে সাড়া পাই। এদিকে ‘মহাকাল’ প্রকাশক মৃধা মো. মনিরুজ্জামান ভাই বললেন, আপনার কিশোর গল্পগুলো ভালো হয়েছে। আরও গল্প থাকলে দিন আরো একটি বই করে ফেলি। আসলে কিছু কিছু মানুষের সংস্পর্শে গেলে লেখার আগ্রহ আরও বেড়ে যায় এবং নতুন ও অভিনব দিক নির্দেশনা পাওয়া যায়। মহাকাল-এর প্রকাশক মনিরুজ্জামান ভাই তার এক উজ্জ্বল উদাহরণ। তার কথামতো কিশোর গল্পের আরও একটি বই প্রকাশ করতে উৎসাহী হই। ‘লিলিপুট দ্য কিং অব ম্যাথ’ আমার তৃতীয় গল্পের বই। আশা করছি এ বইটি আমার কিশোর পাঠকদের মনে যথেষ্ট খোরাক জোগাবে। আমাদের কিশোরদের যে উঠতি বয়স তা হলো রোমাঞ্চকর ও দুরন্তপনার একটি দুর্দান্ত সময়। আমাদের দেশে এই বয়সের সংখ্যাটা একেবারে কম নয়। আমি নিজেও এই বয়সটা পার করে এসেছি এবং দীর্ঘ সময় এদের মনোজগত নিয়ে আমি সুতীক্ষ্ম নজর ও পর্যবেক্ষণ করে অনেক অভিনব ও চিত্তাকর্ষক বিষয় পেয়েছি যা পাঠক মহলের সমীপে প্রকাশ করার লোভ সংবরণ করতে পারলাম না। আমি হয়তো অতি সামান্যই তুলে ধরতে পেরেছি। পাঠক মহলের কাছে আমার উদাত্ত আহ্বান আসুন আমরা বই কিনি, বই পড়ি ও বই লিখি। জাতি হিসেবে আমরা এই লেখালেখি, পড়াশোনা ও জ্ঞানচর্চায় অনেক পিছিয়ে আছি। হয়তো আপনার সামান্য একটি লেখা জাতিকে অনেক বড় ধরনের উপকার এনে দিতে পারে। তাই পরিশেষে আমি সবাইকে আহ্বান করব আসুন প্রতিদিন একটু লিখি ও একটু সময় পড়ার জন্য ব্যয় করি। আর এভাবেই আমরা পড়াশুনা ও লেখার মাধ্যমে নিজেকে সব সময় বা আমার আপনার অবসানের পরেও জগতবাসীর অন্তরে স্মরণীয় হয়ে থাকতে পারি। ‘লিলিপুট দ্য কিং অব ম্যাথ’ বইটিতে অনেকগুলো গল্পের সন্নিবেশ ঘটেছে। আশা করি গল্পগুলো কিশোর পাঠকসহ সর্বশ্রেণীর পাঠক মহলের কাছে ভালো লাগবে। আর তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে বলে মনে করি। মুনীর ফিরোজ