ল্যাটিন শব্দ সায়েনটিয়া (scientia) থেকে ইংরেজি সায়েন্স শব্দটি এসেছে। এই সায়েনটিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বাংলা ভাষায় বিজ্ঞান শব্দটির অর্থ বিশেষ জ্ঞান। ধারাবাহিক পর্যবেক্ষণ ও গবেষণার ফলে কোনো বিষয়ে প্রাপ্ত ব্যাপক ও বিশেষ জ্ঞানের সাথে জড়িত ব্যক্তি বিজ্ঞানী, বিজ্ঞানবিদ কিংবা বৈজ্ঞানিক নামে পরিচিত হয়ে থাকেন। ভৌত বিশ্বের যা কিছু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য ও যাচাইযোগ্য, তার সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক গবেষণা ও সেই গবেষণালব্ধ জ্ঞানভাণ্ডারের নাম বিজ্ঞান। নতুনকে নিয়ে ভাবা আর জানার আগ্রহ মানুষের দুর্নিবার ও সহজাত প্রবৃত্তি। মানুষ যখন বুঝতে শিখে তখন থেকেই সে স্বপ্ন দেখে নতুনকে ও অজানাকে জানার। আর এ জানার আগ্রহ থেকে নানা প্রশ্ন ও সমস্যার উদ্ভব হয়। আর এরকম সমস্যা সমাধানের এক পর্যায়ে সৃষ্টি হয়েছে নতুন এক অধ্যায় যার নাম 'বিজ্ঞান'। বিজ্ঞানীরা বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে জ্ঞান অর্জন করেন এবং প্রকৃতি ও সমাজের নানা মৌলিক বিধি ও সাধারণ সত্য আবিষ্কারের চেষ্টা করেন। বর্তমান বিশ্ব এবং এর প্রগতি নিয়ন্ত্রিত হয় বিজ্ঞানের মাধ্যমে। আমাদের মধ্যে অনেকেরই বিজ্ঞানের নানা বিষয়ের প্রতি জানার প্রবল আগ্রহ রয়েছে। কেননা বিজ্ঞানে জিজ্ঞাসার কোনো শেষ নেই। কিন্তু আমরা অনেকেই জানি না কী কারণে কী হয়। এমন অনেক প্রশ্ন যা মনের মধ্যে নাড়া দিয়ে ওঠে। তাছাড়া এমন অনেক ঘটনার বিষয়ে জানার আগ্রহ আমাদের হয়, যার উত্তর খুঁজতে আমরা গলদঘর্ম হয়ে যাই। এসবের বৈজ্ঞানিক ব্যাখ্যা চট করে পাওয়াও যায় না। আর সে বিষয়গুলো নিয়েই আমাদের এ প্রকাশনা 'স্টুডেন্ট'স বেস্ট নলেজ ব্যাংক'। এখানে বিজ্ঞানের জটিল কোনো সূত্রের ব্যাখ্যা নয়, নয় দুর্বোধ্য কোনো সমীকরণ বা চার্ট; সরলভাবে উপস্থাপন করা হয়েছে এমন কিছু বিষয় যা অনেকেই জানতে চান। শিশু-কিশোররা সাধারণত সেসব প্রশ্নই করে যা তারা চারপাশে নিত্যদিন ঘটতে দেখে। 'মহাকাশ কী', 'গ্যালাক্সি, সূর্য, তারারা কোথায় কতদূরে থাকে', 'ফ্রিজ-এ খাবার ভালো থাকে কেন', 'মাছ পানিতে মরে না কেন', 'দুধ দেখতে সাদা কেন', 'জিরাফের গলা লম্বা কেন'-ইত্যাদি ইত্যাদি অদ্ভুত সব প্রশ্ন। কিন্তু শিশু-কিশোরদের কাছে এসব প্রশ্নের উত্তর পাওয়াটা জরুরি হলেও বড়রা উত্তর দিতে হিমশিম খেয়ে যান। তাই আমাদের সন্তানেরা যেন কম জানার বিড়ম্বনায় না পড়ে, সেজন্য যতটা সম্ভব তাদের জানার আগ্রহ সৃষ্টি ও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে এ বইটি।
Title
স্টুডেন্ট’স বেস্ট নলেজ ব্যাংক - দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত