এডুসেন্ট্রিক প্রকাশনীর বই কেন কিনবেন? এডুসেন্ট্রিক প্রকাশন থেকে প্রকাশিত বইয়ের বিশেষত্ব হচ্ছে- বুদ্ধির নতুন বিন্যাস, দর্শনের তীক্ষ্ম সংবেদন, কবিতার উত্তর ঔপনিবেশিক বেদনাকে ধারণ করে নতুন কবিতার অবভাস তৈরি, বাংলাদেশের গবেষণাকে নতুন আলোয় দেখা, চিন্তা ও সৃষ্টিশীলতার সমন্বয়, চিত্রকলার স্থবিরতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের চিত্রকলাকে নতুন আলোয় উদ্ভাসিত করা। বাংলাদেশের চলচ্চিত্রকে একটি গভীর অনুধ্যানে পৌঁছানোর জন্য নতুন নতুন টেক্সট, স্ক্রিপট নিয়ে গবেষণা, বাংলাদেশের সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য আমাদের নিবেদন মহৎচিন্তার সংশ্লেষণ। মনকে বিকশিত করা। নিজের ভেতর একটি রাজনৈতিক দর্শন তৈরি করে দেওয়ার মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফের দেশ প্রতিষ্ঠা। পুঁজিবাদী সময়ের সমস্ত বেদনাকে উপড়ে ফেলে মনের ভুবনে উন্নত হৃদয়ের প্রলেপ দেওয়া। অবরোহণ থেকে আরোহণের স্বপ্নকে মহাজাগতিকভাবে প্রতিষ্ঠা করা। সাইফুল্লাহ সাদেকের ‘দৌড়ের ওপরে আছি’ কেন সংগ্রহ করবেন? এদেশের দৌড় ও গতির উপর লেখা এটি একটি পর্যবেক্ষণমূলক গ্রন্থ। যে কোন দৌড়ের বা রানের উপর বাংলাদেশি পেশাদার দৌড়বিদের লেখা প্রথম বই। নাম একটু খটকা মনে হলেও এই দৌড় বা রান কোন কর্পোরেট, অন্যায্য ব্যবসা, নিষ্ঠুর রাজনীতি ও কাউকে ল্যাং মারার জন্য নয়। নাম দেখে সবার তাই মনে হতে পারে। কেননা, এই কর্পোরেট সমাজে দৌড়ের ওপরে আছি বলতেই মানুষ বুঝে ব্যস্ততা, ধান্দাবাজি, লোক ঠকানো, প্রতারণা ইত্যদি। যদিও বইয়ের নামকরণ ইতিবাচক চিন্তা থেকে নেওয়া হয়েছে, তবুও অর্থ সেদিকে মিন করে। যে কোন নেতিবাচকতাকে ইতিবাচক সৌন্দর্যে নবায়িত করা লেখকের কাজ, সাইফুল্লাহ সাদেক সেই সাহস করেছেন। সাহস করে বইটির নাম দিয়েছেন ‘দৌড়ের ওপরে আছি’। তিনি লেখেন- ‘প্রকৃতপক্ষে আমরা প্রায় সবাই দৌড়ের ওপরেই থাকি। পেশাগত জীবনে সফলতার জন্য, স্বপ্নপূরণের জন্য কিংবা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, হয়তো বা আরও ভিন্ন কোন কারণে। সবাই আমার দৌড়াই, যাকে বলা হয় ব্যস্ততার দৌড়। আবার স্বাস্থ্যগত দিক নিশ্চিত করার জন্য আমরা দৌড়াই। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য যে দৌড়! সামগ্রিক কথা হলো, একটি স্বাস্থ্যকর ও সুন্দর পৃথিবীর জন্য আমরা দৌড়াই। এভাবে দৌড় হয়ে গেছে আমাদের নিত্যজীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রথম কথা হলো, নিজেকে সুস্থ রাখা। এরপর সমাজকে। নিজে সুস্থ থাকলেই সমাজ সুস্থ থাকবে। অপানার, আমার ও আমাদের সম্মিলিত এই প্রয়াসেই তো সুন্দর ও স্বাস্থ্যকর পৃথিবী সুনিশ্চিত হবে।’ এডুসেন্ট্রিক প্রকাশ এমন একটি অসাধারণ বই প্রকাশকরতে পেরে নিজেদের মধ্যে গর্ব অনুভব করে। পরিবারের সবাইকে শারীরিকভাবে কোন কোনভাবে দৌড়ের প্র্যাক্টিস করাতে হবে। সকালে হোক, বিকেলে হোক তাহলে একটি গতিময় পরিবার জন্ম নেবে। গতিময় পরিবার মানে গতিময় দেশ, গতিময় বিশ্ব। তাই বলবো- দৌড়ের ওপরে আছি সংগ্রহ করুন। দৌড় নিয়ে কি অভিজ্ঞতা ইত্যাদি শেয়ার করতে পারবেন। এডুসেন্ট্রিকের বই মানে বিশ্বমানের বই। এডুসেন্ট্রিকের বই সংগ্রহ করুন। নিজেকে সমৃদ্ধ করুন। সুজলা-সুফলা বাংলা। দূরের সবুজ বন। বিস্তৃত ফসলের মাঠ। ধান-পাট-পদ্ম- শাপলার বিল। খেজুর বন। সারি সারি তালগাছ-এক পায়ে দাঁড়িয়ে/ সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে/ মনে সাধ, কালো মেঘ ফুঁড়ে যায়/ একেবারে উড়ে যায়/ কোথা পাবে পাখা সে! যেদিকে চোখ যাচ্ছে, জুড়িয়ে যাচ্ছে প্রাণ। বইছে প্রেমের হাওয়া।